ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ—পাকিস্তানি পেসারকে নিয়ে আজ এমন শঙ্কার কথা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের রিজার্ভ ডেতে চোট তিনি। যার কারণে ওই দিন শেষ দিকে বোলিং করতে পারেননি, নামতে পারেননি ব্যাটিংয়েও।
তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম গতকাল জানিয়েছিলেন, শুরুতে না পেলেও বিশ্বকাপে নাসিমকে শেষ দিকে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই আশা বোধ হয় পূরণ হচ্ছে না তাদের। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শুরুতে নাসিমের ডান কাঁধের চোট নিয়ে যে প্রাথমিক ধারণা করা হয়েছিল, স্ক্যানের পর জানা গেছে, তার চেয়েও সেটি গুরুতর। বিশ্বকাপে খেলা না-ও হতে পারে তাঁর।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বুঝতে পেরেছে, তাদের বিকল্প ভাবনার পথে হাঁটতে হবে। দুবাইয়ে স্ক্যান পরীক্ষার পর দেখা গেছে, এই চোটে নাসিমকে বছরটি শেষ করতে হতে পারে মাঠের বাইরে থেকে। যার ফলে পরের পাকিস্তান সুপার লিগেও (পিসিএল) তাঁর না খেলার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে কাঁধের চোটে পড়েন নাসিম। চোটের কারণে গত বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা সুপার ফোরের ম্যাচটিতেও তাঁকে পায়নি পাকিস্তান।
বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ—পাকিস্তানি পেসারকে নিয়ে আজ এমন শঙ্কার কথা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের রিজার্ভ ডেতে চোট তিনি। যার কারণে ওই দিন শেষ দিকে বোলিং করতে পারেননি, নামতে পারেননি ব্যাটিংয়েও।
তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম গতকাল জানিয়েছিলেন, শুরুতে না পেলেও বিশ্বকাপে নাসিমকে শেষ দিকে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই আশা বোধ হয় পূরণ হচ্ছে না তাদের। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শুরুতে নাসিমের ডান কাঁধের চোট নিয়ে যে প্রাথমিক ধারণা করা হয়েছিল, স্ক্যানের পর জানা গেছে, তার চেয়েও সেটি গুরুতর। বিশ্বকাপে খেলা না-ও হতে পারে তাঁর।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) বুঝতে পেরেছে, তাদের বিকল্প ভাবনার পথে হাঁটতে হবে। দুবাইয়ে স্ক্যান পরীক্ষার পর দেখা গেছে, এই চোটে নাসিমকে বছরটি শেষ করতে হতে পারে মাঠের বাইরে থেকে। যার ফলে পরের পাকিস্তান সুপার লিগেও (পিসিএল) তাঁর না খেলার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে কাঁধের চোটে পড়েন নাসিম। চোটের কারণে গত বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা সুপার ফোরের ম্যাচটিতেও তাঁকে পায়নি পাকিস্তান।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৭ ঘণ্টা আগে