ধোনিকে মনে রাখবেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ মে ২০২৪, ১৮: ১৪
Thumbnail image

এবারের আইপিএলে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড় ও সমর্থকদের মন জয় করেছেন তিনি। প্রথমবার হলুদ জার্সি পরেই স্মরণ করিয়ে দিয়েছেন পুরোনো ফিজকে। 

তবে আইপিএলের মাঝপথেই আন্তর্জাতিক দায়িত্ব সামলাতে দেশে ফিরতে হয়েছে মোস্তাফিজকে। আজ থেকে যে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে খেলার সম্ভাবনা আছে ২৮ বছর বয়সী পেসারের। অবশ্য সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই তিনি। এরপর ফিজ জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে। 

তবে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এলেও চেন্নাই সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারেননি মোস্তাফিজ। ড্রেসিংরুমে সহযোগিতার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ধোনির সঙ্গে তাঁর অটোগ্রাফ নেওয়া এক জার্সি হাতে ছবি পোস্ট করে ফিজ ক্যাপশন দিয়েছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা বিশেষ অনুভূতি ছিল। সব সময় আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের প্রশংসা করি, আমি এ সবকিছুই মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ ও খেলার জন্য অপেক্ষায় আছি।’

চলতি আইপিএলে শুরুতেই সর্বোচ্চ উইকেটপ্রাপ্তির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে নিয়ে নেন মোস্তাফিজ। তবে সেটি পরে হাতছাড়াও হয়। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির যৌথভাবে দুইয়ে আছেন ফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গী মুম্বাই ইন্ডিয়ানসের ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তবে ফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তাঁদের ওপরে শুধু সানরাইজার্স হায়দরাবাদের টি. নটরাজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত