বাবরের ওপেনিং করাটা পছন্দ হয়নি শোয়েবের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ১৪: ০৪
আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৬: ৩৯

এশিয়া কাপে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের কাছে ৫ উইকেটে ম্যাচ হেরেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ম্যাচটি হারার ভিন্ন ভিন্ন কারণের কথা বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তেমনি এক কারণের কথা বলেছেন পাকিস্তানে সাবেক গতিতারকা শোয়েব আখতার। তাঁর মতে, বাবর আজমের ওপেনিং করা উচিত হয়নি। 

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচ শেষ হওয়ার পর শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেছেন। বাবরের ওপেন করা নিয়ে এই মন্তব্য তাঁর নতুন কিছু নয়। এর আগেও অনেকবার পাকিস্তানের অধিনায়কের ওপেন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ক্রিকেটার। তিনি বলেছেন, ‘বাবরের ওপেন করা উচিত হয়নি। তার উচিত ছিল তিনে নেমে শেষ পর্যন্ত খেলা।’ 

বাবরের সমালোচনা ছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ব্যাটারদের ধীর গতির ব্যাটিং পন্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। পাওয়ার প্লেতে বাবর-মোহাম্মদ রিজওয়ানরা যেভাবে ডট বল খেলেছেন তা মেনে নিতে পারছেন না পাকিস্তান কিংবদন্তি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘যদি রিজওয়ান বলের সমান রান করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় কি ঘটবে। প্রথম ৬ ওভারে ১৯ ডট বল। যদি তুমি অনেক বেশি ডট বল খেল, তাহলে সমস্যার মুখোমুখি পড়বেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত