ক্রীড়া ডেস্ক
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল মানেই যেন টাকার ছড়াছড়ি। শুধু খেলোয়াড়েরাই নন, ধারাভাষ্য কক্ষে বসে যাঁরা বকবক করবেন তারাও পাবেন কাড়িকাড়ি অর্থ। সব ধারাভাষ্যকার অবশ্য সমান অর্থ পাবেন না। আলাদা ক্যাটাগরিতে অর্থ পাবেন তাঁরা। ইংরেজি ও হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের জন্য অর্থ বরাদ্দ থাকছে আলাদাভাবেই। আর স্টার স্পোর্টসের ধারাভাষ্যকাররা টাকা পাবেন আরেক হিসাবে।
আইপিএলে অবশ্য শুধু হিন্দি ও ইংরেজিতেই ধারাভাষ্য দেওয়া হবে এমন নয়। এই দুই ভাষার বাইরে তামিল, বাংলা, কানাড়া, মারাঠি, তেলেগু এবং মালায়লাম ভাষাতেও ধারাভাষ্য দেওয়া হবে। সম্প্রতি প্রত্যেকটি ভাষার জন্য আলাদা ধারাভাষ্যকারের প্যানেলও ঘোষণা করা হয়েছে। জানা গেছে, কারা কেমন অর্থ পাবেন তাও।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, পুরো মৌসুমে ইংরেজিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁরা পাবেন ২ কোটি ১৫ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা। আর হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের পকেটে যাবে ৬৮ লাখ ৮২ হাজার টাকা থেকে ৩ কোটি ১১ লাখ টাকার মতো। স্টার স্পোর্টসের নির্ধারিত ডাগআউটে যাঁরা বসবেন তাঁরা পাবেন ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৬ কোটি ২২ লাখ টাকা।
এবারের আইপিএলের ধারাভাষ্যে যুক্ত হচ্ছে নতুন মুখও। আইপিএলে দারুণ সফল সুরেশ রায়না এবার দল পাননি। হিন্দি ধারাভাষ্যকারদের প্যানেলে তালিকাভুক্ত করা হয়েছে তাঁকে। একই প্যানেলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও।
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএল মানেই যেন টাকার ছড়াছড়ি। শুধু খেলোয়াড়েরাই নন, ধারাভাষ্য কক্ষে বসে যাঁরা বকবক করবেন তারাও পাবেন কাড়িকাড়ি অর্থ। সব ধারাভাষ্যকার অবশ্য সমান অর্থ পাবেন না। আলাদা ক্যাটাগরিতে অর্থ পাবেন তাঁরা। ইংরেজি ও হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের জন্য অর্থ বরাদ্দ থাকছে আলাদাভাবেই। আর স্টার স্পোর্টসের ধারাভাষ্যকাররা টাকা পাবেন আরেক হিসাবে।
আইপিএলে অবশ্য শুধু হিন্দি ও ইংরেজিতেই ধারাভাষ্য দেওয়া হবে এমন নয়। এই দুই ভাষার বাইরে তামিল, বাংলা, কানাড়া, মারাঠি, তেলেগু এবং মালায়লাম ভাষাতেও ধারাভাষ্য দেওয়া হবে। সম্প্রতি প্রত্যেকটি ভাষার জন্য আলাদা ধারাভাষ্যকারের প্যানেলও ঘোষণা করা হয়েছে। জানা গেছে, কারা কেমন অর্থ পাবেন তাও।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, পুরো মৌসুমে ইংরেজিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁরা পাবেন ২ কোটি ১৫ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা। আর হিন্দিতে যাঁরা ধারাভাষ্য দেবেন তাঁদের পকেটে যাবে ৬৮ লাখ ৮২ হাজার টাকা থেকে ৩ কোটি ১১ লাখ টাকার মতো। স্টার স্পোর্টসের নির্ধারিত ডাগআউটে যাঁরা বসবেন তাঁরা পাবেন ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৬ কোটি ২২ লাখ টাকা।
এবারের আইপিএলের ধারাভাষ্যে যুক্ত হচ্ছে নতুন মুখও। আইপিএলে দারুণ সফল সুরেশ রায়না এবার দল পাননি। হিন্দি ধারাভাষ্যকারদের প্যানেলে তালিকাভুক্ত করা হয়েছে তাঁকে। একই প্যানেলে জায়গা পেয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে