নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ রাতে ২০২৩ এশিয়ান গেমসে খেলতে চীনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রওনা হওয়ার আগে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে ফটোসেশনও সেরে ফেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
চীনে যাওয়ার আগে স্বর্ণ জয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি। এর আগে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট হয়েছে দুই বার। দুবারই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, বাংলাদেশ জিতেছিল রৌপ্য পদক। এবার চীনের হ্যাংজুতে হতে যাওয়া গেমসে স্বর্ণ জেতার লক্ষ্য তাদের।
এশিয়ান গেমসে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সংবাদমাধ্যমকে জ্যোতি বলেন, ‘প্রথমে বলব, ট্রফি জেতা আর পদক জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি অনুভব করেছি। কারণ প্রথমবার ২০১৯–এ সাউথ এশিয়ান গেমস খেলেছি, যেখানে আমরা স্বর্ণ পদক নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে স্বর্ণ পদকের আনন্দটা অন্যরকম। বলব, সবার ইচ্ছে তো অবশ্যই, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফল, বাংলাদেশকে বড় একটা অর্জন–স্বর্ণ নিয়ে আসা ওই প্রত্যাশা থাকবে।’
১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেট ইভেন্ট শুরু হলেও জ্যোতিরা প্রথম ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবেন তাঁরা। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
জ্যোতি আরও বলেন, ‘আমার জন্য একদমই প্রথম, আমাদের সিনিয়ররা আরও দুবার গিয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি যেটা আমার কাছে মনে হয় সবাই অনেক রোমাঞ্চিত। যারা এবার নতুন দলে যোগ হয়েছে বা একদম নতুন এসেছে তাদের জন্য বড় একটা অভিজ্ঞতার জায়গা থাকবে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সি গায়ে যেখানেই হোক, এশিয়ান গেমস, এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, সেটা সব সময় আনন্দের। এত বড় মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং আমি বলব এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’
আজ রাতে ২০২৩ এশিয়ান গেমসে খেলতে চীনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রওনা হওয়ার আগে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে ফটোসেশনও সেরে ফেলেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
চীনে যাওয়ার আগে স্বর্ণ জয়ের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি। এর আগে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট হয়েছে দুই বার। দুবারই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, বাংলাদেশ জিতেছিল রৌপ্য পদক। এবার চীনের হ্যাংজুতে হতে যাওয়া গেমসে স্বর্ণ জেতার লক্ষ্য তাদের।
এশিয়ান গেমসে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সংবাদমাধ্যমকে জ্যোতি বলেন, ‘প্রথমে বলব, ট্রফি জেতা আর পদক জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি অনুভব করেছি। কারণ প্রথমবার ২০১৯–এ সাউথ এশিয়ান গেমস খেলেছি, যেখানে আমরা স্বর্ণ পদক নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে স্বর্ণ পদকের আনন্দটা অন্যরকম। বলব, সবার ইচ্ছে তো অবশ্যই, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফল, বাংলাদেশকে বড় একটা অর্জন–স্বর্ণ নিয়ে আসা ওই প্রত্যাশা থাকবে।’
১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেট ইভেন্ট শুরু হলেও জ্যোতিরা প্রথম ম্যাচ খেলবে ২২ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবেন তাঁরা। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।
জ্যোতি আরও বলেন, ‘আমার জন্য একদমই প্রথম, আমাদের সিনিয়ররা আরও দুবার গিয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি যেটা আমার কাছে মনে হয় সবাই অনেক রোমাঞ্চিত। যারা এবার নতুন দলে যোগ হয়েছে বা একদম নতুন এসেছে তাদের জন্য বড় একটা অভিজ্ঞতার জায়গা থাকবে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সি গায়ে যেখানেই হোক, এশিয়ান গেমস, এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, সেটা সব সময় আনন্দের। এত বড় মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং আমি বলব এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে