টেস্ট সিরিজ নিয়ে পরিষ্কার বার্তা পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর পাকিস্তান পরবর্তী টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী অক্টোবরে নিজেদের মাঠে জো রুট-অলি পোপদের সঙ্গে ৩টি টেস্ট খেলবেন বাবর আজম-শান মাসুদেরা। 

সম্প্রতি আলোচনা হচ্ছিল ইংল্যান্ডের ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের একটি পাকিস্তানের বাইরে সরিয়ে নেওয়ার। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পরিষ্কার জানিয়েছেন, তিনটি টেস্টই হবে পাকিস্তানে, বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 

মূলত আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্ট সামনে রেখে দেশটির স্টেডিয়ামগুলোতে চলছে সংস্কার কাচ। এমন পরিস্থিতিতে ম্যাচ আয়োজনে কিছুটা সংকট তৈরি করেছে। এ জন্যই আলোচনায় এসেছিল বিকল্প ভেন্যুর ব্যবস্থা। 

একটি টেস্টে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সব শঙ্কা উড়িয়ে দিয়েছে নাকভি বলেছেন, ‘কোনো টেস্ট ম্যাচই পাকিস্তানের বাইরে হবে না। মুলতান ও রাওয়ালপিন্ডির ভেন্যু চূড়ান্ত করা আছে।’ 

নাকভি বলেছেন, ‘এটা কোনো বিষয়ই না। তাদের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আমাদের যোগাযোগ চলছে।’ এর আগে সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান সিরিজের একটি টেস্টের ভেন্যু পরিবর্তন করেছিল পিসিবি। করাচিতে হওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্ট, সেটিও পরে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়। 

নিজেদের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান। এর মধ্যে ৬ টিতে হার ও ড্র করেছে ৪ টেস্টে। নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে পাঁচ টেস্টের সবগুলোয় হেরেছে পাকিস্তান। তিন সংস্করণে আবারও অধিনায়কত্ব পরিবর্তনের আলোচনা চলছে। নাকভি জানিয়েছেন, অধিনায়কত্ব ঠিক করবেন নির্বাচকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত