ক্রীড়া ডেস্ক
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা।
২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।
নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে