ক্রীড়া ডেস্ক
প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। নেপিয়ারে আজ তৃতীয় ওয়ানডেতে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ হওয়ার। সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে কখনো জয় না পাওয়ার হতাশাও। এই সংস্করণে এবার যেন খালি হাতে দেশে ফিরতে না হয়, তাই দোয়া চাইলেন নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক শান্তর দোয়া চাওয়া আজ সার্থক হয়েছে। সমর্থকদের দোয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়টি প্রতিপক্ষের মাঠে প্রথম জয়। এর আগে ১৮ ওয়ানডে খেলে সবটিতে হেরেছে বাংলাদেশ।
সংখ্যাটা আজ ১৯ করতে দেয়নি বাংলাদেশের পেসাররা। শুরু থেকেই আগুনে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ৯৮ রানে অলআউট করেছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকাররা। ম্যাচে সমান ৩ উইকেট করে নিয়েছেন তিনজনই। বাকি উইকেটটিও আরেক পেসার মোস্তাফিজুর রহমানের।
ইনিংস শুরু করা শরীফুল ৭ ওভার বোলিং করে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। নতুন বলে বাঁহাতি পেসারকে সঙ্গ দিয়ে তানজিম নিয়েছেন সমান ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করার সময় দুটি মেডেন ওভারও নিয়েছেন উদীয়মান এই পেসার। অন্যদিকে ‘পার্টটাইম’ মিডিয়াম পেসার সৌম্য ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। মেডেন নিয়েছেন ১টি।
তিন পেসারের উইকেট সংখ্যা সমান হলেও নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ায় ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন তানজিম। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে—‘নিজের পারফরম্যান্সে সত্যিই খুশি। যেভাবে শুরু করেছিলাম, সেটা আমার জন্য ভালো ছিল। বোলিংটা সত্যি উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সঙ্গে সিম মুভ করছিল। দলের সুর তৈরি করে দিয়েছে। লাইন ও লেংথ ধরে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে। এটি আমাকে সহায়তা করেছে। পেসারদের জন্য দারুণ পিচ ছিল।’
প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। নেপিয়ারে আজ তৃতীয় ওয়ানডেতে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ হওয়ার। সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে কখনো জয় না পাওয়ার হতাশাও। এই সংস্করণে এবার যেন খালি হাতে দেশে ফিরতে না হয়, তাই দোয়া চাইলেন নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক শান্তর দোয়া চাওয়া আজ সার্থক হয়েছে। সমর্থকদের দোয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়টি প্রতিপক্ষের মাঠে প্রথম জয়। এর আগে ১৮ ওয়ানডে খেলে সবটিতে হেরেছে বাংলাদেশ।
সংখ্যাটা আজ ১৯ করতে দেয়নি বাংলাদেশের পেসাররা। শুরু থেকেই আগুনে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ৯৮ রানে অলআউট করেছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকাররা। ম্যাচে সমান ৩ উইকেট করে নিয়েছেন তিনজনই। বাকি উইকেটটিও আরেক পেসার মোস্তাফিজুর রহমানের।
ইনিংস শুরু করা শরীফুল ৭ ওভার বোলিং করে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। নতুন বলে বাঁহাতি পেসারকে সঙ্গ দিয়ে তানজিম নিয়েছেন সমান ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করার সময় দুটি মেডেন ওভারও নিয়েছেন উদীয়মান এই পেসার। অন্যদিকে ‘পার্টটাইম’ মিডিয়াম পেসার সৌম্য ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। মেডেন নিয়েছেন ১টি।
তিন পেসারের উইকেট সংখ্যা সমান হলেও নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ায় ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন তানজিম। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে—‘নিজের পারফরম্যান্সে সত্যিই খুশি। যেভাবে শুরু করেছিলাম, সেটা আমার জন্য ভালো ছিল। বোলিংটা সত্যি উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সঙ্গে সিম মুভ করছিল। দলের সুর তৈরি করে দিয়েছে। লাইন ও লেংথ ধরে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে। এটি আমাকে সহায়তা করেছে। পেসারদের জন্য দারুণ পিচ ছিল।’
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১২ মিনিট আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১৮ মিনিট আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগে