নিজস্ব প্রতিবেদক, হায়দরাবাদ থেকে
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
দুবাইয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শিরোপা তুলে দেওয়া ও ওমরা হজ করে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফিরেই জরুরি বোর্ড সভা ডেকেছেন আজ বেলা ৩টায়। সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
১৯ মিনিট আগেপাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের খেলা খুব পরিচিত ঘটনা। বোর্ড সভাপতির পদের মেয়াদ কত দিন হবে, সেটা নিয়েই থাকে অনিশ্চয়তা। সেখানে ঘনঘন কোচ পরিবর্তন মামুলি ব্যাপার। এভাবে হঠাৎ করে কোচের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু মনে করছেন না রমিজ রাজা।
১৩ ঘণ্টা আগেআগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান। ২৮ বছর পর জিম্বাবুয়ে নিজেদের মাঠে খেলবে বক্সিং-ডে টেস্ট। বুলাওয়েতে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট অর্থাৎ বক্সিং-ডে টেস্ট।
১৩ ঘণ্টা আগেচট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
১৪ ঘণ্টা আগে