নিজস্ব প্রতিবেদক, হায়দরাবাদ থেকে
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এবং অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আজ আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটিই তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাংলাদেশ দলের অন্যতম এই অলরাউন্ডারকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সেটি অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, ‘মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ অবদান রেখেছেন, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। আজকের ম্যাচের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন। বিসিবির পক্ষ থেকে আমরা তাঁকে সম্মান জানাতে ম্যাচ শেষে একটি বিদায়ী স্মারক (ক্রেস্ট) প্রদান করব।’
সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। মাহমুদউল্লাহর এই বিদায়কে স্মরণীয় করে রাখতে বিসিবি এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তাঁর খেলা নিয়ে কিছু জটিলতা তৈরি হচ্ছে। বিসিবি সভাপতি সাকিবের টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব সাকিবের শেষ টেস্ট খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশাবাদী। তবে কিছু শিক্ষার্থী সাকিবকে টেস্ট খেলতে না দেওয়ার জন্য মিরপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে মানববন্ধন ও গ্রাফিতি অঙ্কন উল্লেখযোগ্য।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
১৪ মিনিট আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে