ক্রীড়া ডেস্ক
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
কাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে চলছিল ৭ ওভারের ম্যাচ। খেলার মাঝে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। স্থানীয় ম্যাচ হওয়ায় নিরাপত্তার তেমন কড়াকড়ি ছিল না। ব্যাট করছিলেন পবন ও ফারদিন নামে দুই ক্রিকেটার। শুরুতেই ২ উইকেট পড়ে যাওয়ার পরেও পবন-ফারদিনের দাপটে তাঁদের দল ৬ ওভারে তোলে ৮৪ রান।
এর মধ্যে ৯ বলে ৩৫ রান আসে পবনের ব্যাট থেকে। ফারদিন করেন ১৭ বলে ৩১ রান। মাঠে নামে প্রথম বল থেকেই তাণ্ডব চালান পবন। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। সোজা চলে যান সে সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা পবনের কাছে। কেউ কিছু বোঝার আগে পকেট থেকে একগুচ্ছ ৫০০ রুপির নোট বের করে পবনের মাথার ওপর উড়িয়ে দেন। পবনকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাঠ থেকে বেরিয়ে যান।
উৎসাহী ওই সমর্থকের কাণ্ড দেখে উচ্ছ্বাসে দর্শকদের অনেকেই মাঠে ঢুকে পড়েন। বেশ কয়েক জনকে দেখা যায় মাঠে ছড়িয়ে থাকা ৫০০ রুপির নোটগুলো কুড়িয়ে নিতে। দু-একজন টাকা নিয়ে চলে গেলেও বাকিরা টাকা তুলে দেন পবনের হাতে। ঘটনা দেখে ক্রিকেটার, আম্পায়ারেরা এক রকম অবাক হয়ে তাকিয়ে থাকেন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বিজেপি নেতা বরুণ পাতিল ৭ ওভারের এই প্রতিযোগিতায় আয়োজন করেছিলেন।
এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতটা টাটকা। এরই মধ্যে আইসিসি দিল আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে মন্থর গতিতে বোলিংয়ের দায়ে (স্লো ওভার রেট) পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে...
৭ ঘণ্টা আগেনতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
৮ ঘণ্টা আগেনিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায়
১০ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা...
১২ ঘণ্টা আগে