ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদান- মিশেল প্লাতিনিদের দেশে জন্ম নেওয়া এক ক্রিকেটে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। নাম — গুস্তাভ ম্যাককেয়ন। আগের ম্যাচেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে গড়েছেন বিশ্ব রেকর্ড। সেই রেশ কাটতে না কাটতেই পরেরটিতেও করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে আরও একবার রেকর্ড বইয়ে নাম তুললেন এই ফরাসি ক্রিকেটার।
নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপীয় কোয়ালিফায়ারের গ্রুপ বি এর ম্যাচে ৫৩ বলে ১০১ করেন গুস্তাভ। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁলেন ১৮ বছরের এই ফরাসি তরুণ। গুস্তাভের সেঞ্চুরিতে ফ্রান্স ম্যাচ জেতে ১১ রানে।
টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে গুস্তাভ করেছেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করলেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুস্তাভের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩ টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান। ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা তিন ম্যাচে গুস্তাভের চেয়ে বেশি রান আছে শুধু অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ সালে টানা তিন ইনিংসে করেছিলেন— ৮৪,৬৮*,১৭২। তিন ম্যাচে সব মিলিয়ে ফিঞ্চ করেছিলেন ৩২৪ রান।
জিনেদিন জিদান- মিশেল প্লাতিনিদের দেশে জন্ম নেওয়া এক ক্রিকেটে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। নাম — গুস্তাভ ম্যাককেয়ন। আগের ম্যাচেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে গড়েছেন বিশ্ব রেকর্ড। সেই রেশ কাটতে না কাটতেই পরেরটিতেও করলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করে আরও একবার রেকর্ড বইয়ে নাম তুললেন এই ফরাসি ক্রিকেটার।
নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল ইউরোপীয় কোয়ালিফায়ারের গ্রুপ বি এর ম্যাচে ৫৩ বলে ১০১ করেন গুস্তাভ। এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁলেন ১৮ বছরের এই ফরাসি তরুণ। গুস্তাভের সেঞ্চুরিতে ফ্রান্স ম্যাচ জেতে ১১ রানে।
টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে গুস্তাভ করেছেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এবার নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করলেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গুস্তাভের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম ৩ টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান। ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা তিন ম্যাচে গুস্তাভের চেয়ে বেশি রান আছে শুধু অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ান অধিনায়ক ২০১৮ সালে টানা তিন ইনিংসে করেছিলেন— ৮৪,৬৮*,১৭২। তিন ম্যাচে সব মিলিয়ে ফিঞ্চ করেছিলেন ৩২৪ রান।
মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
১ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৪ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৫ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৫ ঘণ্টা আগে