ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। কেনিয়ার বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানার দল।
কুয়ালালামপুরে কিনরারা ওভাল একাডেমিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন দলকে ভালো শুরু এনে দেন। ২.২ ওভারে এ দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪ রান। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫০ রানের মধ্যে হারায় ৬ উইকেট।
চাপের মধ্যে দলকে এগিয়ে নেন সালমা খাতুন ও ঋতু মণি। সপ্তম উইকেট জুটিতে দাঁড়িয়ে যান এই দুজন। আর কোনো উইকেট না হারিয়ে এই জুটি যোগ করেন ৭৫ রান। সালমা-ঋতুর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৫ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।
১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই এলোমেলো কেনিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কেনিয়ার ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারের সামনে মুখ থুবড়ে পড়েন কেনিয়ার ব্যাটারা।
শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ৪৫ রানে থেমে যান তাঁরা। ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন নাহিদা। এটাই টি- টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন সালমা-রুমানারা। আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
কমনওয়েলথ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। কেনিয়ার বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানার দল।
কুয়ালালামপুরে কিনরারা ওভাল একাডেমিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন দলকে ভালো শুরু এনে দেন। ২.২ ওভারে এ দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪ রান। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫০ রানের মধ্যে হারায় ৬ উইকেট।
চাপের মধ্যে দলকে এগিয়ে নেন সালমা খাতুন ও ঋতু মণি। সপ্তম উইকেট জুটিতে দাঁড়িয়ে যান এই দুজন। আর কোনো উইকেট না হারিয়ে এই জুটি যোগ করেন ৭৫ রান। সালমা-ঋতুর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৫ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।
১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই এলোমেলো কেনিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কেনিয়ার ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারের সামনে মুখ থুবড়ে পড়েন কেনিয়ার ব্যাটারা।
শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ৪৫ রানে থেমে যান তাঁরা। ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন নাহিদা। এটাই টি- টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন সালমা-রুমানারা। আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২৫ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩০ মিনিট আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
৩ ঘণ্টা আগে