Ajker Patrika

অবসরের পর দীর্ঘদিন কোহলির খোঁজও পাওয়া যাবে না

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২৪, ১৪: ৫৭
অবসরের পর দীর্ঘদিন কোহলির খোঁজও পাওয়া যাবে না

খেলোয়াড়দের জীবনে কোনো না কোনো সময় তো ইতি টানতেই হয়। কেউ হয়তো আগে অবসর নেন, কেউবা পরে। অবসরের পর বিশেষ পরিকল্পনা তো খেলোয়াড়দের থাকেই। বিরাট কোহলি এমন প্রসঙ্গ নিয়ে এক রকম মজা করেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পথচলা শুরু ২০০৮ সাল থেকে। একই বছর শুরু হয় আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম থেকে এখনো খেলে চলেছেন তিনি। মাঠ অথবা মাঠের বাইরে দীর্ঘ ১৬ বছর তাঁর সঙ্গে কত ঘটনাই তো ঘটেছে। বয়স যখন ৩৫ পেরিয়েছে, মাঝেমধ্যে অবসরের গুঞ্জনও শোনা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত রাতে প্রকাশিত ভিডিওতে কোহলি বলেন, ‘যখন আমার শেষ (ক্যারিয়ার) তখন আমি চলে যাব। আপনারা আমাকে দেখতে পাবেন না অনেক দিন। তাই যতদিন খেলব, তত দিন আমার পুরোটা দিয়ে খেলব। এটাই আমাকে সব সময় খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

পেশাদার ক্যারিয়ারে কত রেকর্ডই তো ভেঙে নতুন করে গড়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলে ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফোয়ারা। তবু অবসরের পর ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ করতে চান না তিনি। ভারতীয় ব্যাটার বলেন, ‘কোনো নির্দিষ্ট দিনে কী করলাম, না করলাম সেটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না। সারা জীবন তো চালিয়ে যেতে পারব না। এটা কোনো অসমাপ্ত কাজ ফেলে রাখার বিষয় নয়। পরে কোনো আক্ষেপও করতে চাই না। এ ব্যাপারে আমি নিশ্চিত।’ 

১৬ বছরের আইপিএল ক্যারিয়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ৯৭৩ রান তাঁর ব্যাট থেকে এসেছে ২০১৬ সালে। ৬৬১ রান করে এখনো পর্যন্ত তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক। গড় ৬৬.১ ও স্ট্রাইকরেট ১৫৫.১৬। ১ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৫ ফিফটি। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত