বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক   
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৩
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২: ৪৮
শিমরন হেটমায়ার। ছবি: এএফপি

আজ থেকে সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দল দুটি। কিন্তু ম্যাচের আগমুহূর্তে বড়সড় ধাক্কা খেল স্বাগতিকেরা। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার।

হেটমায়ারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আলিক আথানাজে। গত কয়েক দিনে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে তৃতীয় পরিবর্তন এটি। এর আগে জ্যামাইকান পেসার মারকুইনো মাইন্ডলি ও জেদিয়া ব্লেডসকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছিল শামার জোসেফ ও ম্যাথু ফোর্ড ছিটকে যাওয়ায়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, শিমরন হেটমায়ারের জায়গায় আলিক আথানাজেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। হেটমায়ার অসুস্থতার কারণে দলে যুক্ত থাকতে পারেননি, আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। হেটমায়ার অবশ্য কী অসুস্থায় ভুগছেন সেটি জানায়নি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে দারুণ সুখস্মৃতি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই মাঠে আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল অতিথিরা। এর দুটিতেই জয় পেয়েছে তারা। তার সঙ্গে জ্যামাইকা টেস্টের আত্মবিশ্বাস তো আছেই মেহেদী হাসান মিরাজের দলে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, আলিক আথানাজে, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, মারকুইনো মাইন্ডলি, জেয়ডেন সিলস, জেদিয়া ব্লেডস ও রোমারিও শেফার্ড।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত