এমন জুটি কমই দেখেছেন ডমিঙ্গো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ২২: ০২
Thumbnail image

মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।

মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’

চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’ 

টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত