Ajker Patrika

রাকিবের ব্যাটে পারটেক্সের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৮: ০৯
অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিব। ছবি: বিসিবি
অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাকিব। ছবি: বিসিবি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

সপ্তম রাউন্ডের শেষ দিনে আজ ঢাকা প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ ছিল অগ্রণী ব্যাংকের। তবে অপেক্ষাকৃত দুর্বল পারটেক্সের বিপক্ষে সেটা কাজে লাগাতে ব্যর্থ হলো তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় তারা। জাওয়াদ রুয়েনের বলে জয়রাজ শেখ ক্যাচ তুলে দিলে শুরু হয় উইকেট পতনের ধারা। স্পিনার নাঈম ইসলাম জুনিয়র, পেসার আলাউদ্দিন বাবু, রুয়েন ও মোহর শেখের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইমরুল কায়েসের দল।

সর্বোচ্চ ৬৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৮৭ বলে ৫ চারে ইনিংসটি খেলেন তিনি। এছাড়া সাদমান ইসলাম ৩১, শুভাগত হোম ২৭ ও ইমরুল করেন ১৯ রান। শেষ দিকে মেহেদী হাসান রানার ২২ রানের ক্যামিও ইনিংসে ২০০ পার করে অগ্রণী ব্যাংক। পারটেক্সের হয়ে ৪১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। এছাড়া দুটি করে শিকার মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও রুয়েনের।

পারটেক্সের জন্য এই ম্যাচ ছিল অবনমন এড়ানোর লড়াই। সেই লড়াইয়ে দলকে জেতানোর নায়ক মোহাম্মদ রাকিব। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের নবম ম্যাচ খেলতে নেমে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। উইকেটকিপার আদিল ৩২ ও তানভির হোসেন ২৫ রান করে রাকিবকে সঙ্গ দেন।

শেষ ওভারে পারটেক্সের প্রয়োজন ছিল ১০ রান। তায়েবুর রহমানের করা ওভারে দুইটি চার ও একটি সিঙ্গেলে ৯ রান তুলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান রাকিব। শেষ বলে আব্দুল গাফফার রনির এক রানের সুবাদে জয় নিশ্চিত করে পারটেক্স। ১০৩ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন রাকিব।

এই জয়ে টেবিলের নয়ে উঠেছে পারটেক্স। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে অগ্রণী ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত