ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের জন্য এ এক ঐতিহাসিক বিশ্বকাপ বটে। এক মঞ্চে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো কি সহজ কথা! বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অনেকে সেটিকে ‘অঘটন’ বলেছিলেন। এই জয় যে ‘ফ্লুক’ বা অপ্রত্যাশিত নয়, সেটি পাকিস্তানের বিপক্ষে প্রমাণ করলেন হাশমতউল্লাহ শহীদিরা।
গতকাল চেন্নাইয়ে কী দুর্দান্তভাবেই না আফগানরা হারিয়ে দিল পাকিস্তানকে! সেটিও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। ওয়ানডেতে এটিই পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়! দুর্দান্ত জয়ে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এমন ঐতিহাসিক জয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়েন রশিদ খান-হাশমতউল্লাহ-রহমত শাহরা। তাঁদের সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাবুলেও।
সপ্তাহ দু-এক আগে ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান। তার মধ্যে দীর্ঘদিনের তালেবান শাসনের কারণে আনন্দ-উদ্যাপন করতেই ভুলে গেছে দেশটির মানুষেরা। ইংলিশদের বিপক্ষে জয়ের পর তেমন মুখরিত না হলেও প্রতিবেশী বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারানোয় খুশির বাঁধভেঙেছে কাবুলে। আতশবাজি ও মুহুর্মুহু গুলি ছুড়ে কাবুলের রাতের আকাশকে রঙিন করে তোলেন আফগানরা। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির জনগণের এমন স্বতঃস্ফূর্ত উল্লাসের বিস্ফারণের এটি বিরল ঘটনা, এমনটাই জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি।
ম্যাচ শেষ হওয়ার পর গতকাল রাতে শত শত আফগানিস্তান ক্রিকেটের সমর্থক দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে। এই জটলা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গান ও নাচের ওপর তালেবান সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পথচারীরা শামিল হোন আনন্দ যজ্ঞে। এই সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও সংগীতে মেতে ওঠে। দীর্ঘদিন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া আফগানদের এমন উদ্যাপন দেখে খুশি শরীফউল্লাহ নামে কাবুলের এক বাসিন্দা। এএফপিকে তিনি বলেন, ‘আফগানিস্তান সম্প্রতি অনেক কিছুর ভেতর দিয়ে গেছে। এমন মুহূর্ত সব সময় বিশেষ কিছু এবং সেটি যথাযথভাবে অবশ্যই পালন করা উচিত।’ ২৫ বছর বয়সী এই যুবক আরও বলেছেন, ‘মনে হচ্ছে, আমরা বিশ্বকাপ জিতেছি। খেলা সব সমময় মানুষের মধে ঐক্য নিয়ে আসে। আজ আমরা দেশের জয় উদ্যাপন করছি।’
আফগানিস্তানের জন্য এ এক ঐতিহাসিক বিশ্বকাপ বটে। এক মঞ্চে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারানো কি সহজ কথা! বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অনেকে সেটিকে ‘অঘটন’ বলেছিলেন। এই জয় যে ‘ফ্লুক’ বা অপ্রত্যাশিত নয়, সেটি পাকিস্তানের বিপক্ষে প্রমাণ করলেন হাশমতউল্লাহ শহীদিরা।
গতকাল চেন্নাইয়ে কী দুর্দান্তভাবেই না আফগানরা হারিয়ে দিল পাকিস্তানকে! সেটিও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। ওয়ানডেতে এটিই পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়! দুর্দান্ত জয়ে সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এমন ঐতিহাসিক জয়ে মাঠেই উল্লাসে ফেটে পড়েন রশিদ খান-হাশমতউল্লাহ-রহমত শাহরা। তাঁদের সেই আনন্দ ছড়িয়ে পড়ে কাবুলেও।
সপ্তাহ দু-এক আগে ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আফগানিস্তান। তার মধ্যে দীর্ঘদিনের তালেবান শাসনের কারণে আনন্দ-উদ্যাপন করতেই ভুলে গেছে দেশটির মানুষেরা। ইংলিশদের বিপক্ষে জয়ের পর তেমন মুখরিত না হলেও প্রতিবেশী বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের হারানোয় খুশির বাঁধভেঙেছে কাবুলে। আতশবাজি ও মুহুর্মুহু গুলি ছুড়ে কাবুলের রাতের আকাশকে রঙিন করে তোলেন আফগানরা। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর দেশটির জনগণের এমন স্বতঃস্ফূর্ত উল্লাসের বিস্ফারণের এটি বিরল ঘটনা, এমনটাই জানিয়েছে নিউজ এজেন্সি এএফপি।
ম্যাচ শেষ হওয়ার পর গতকাল রাতে শত শত আফগানিস্তান ক্রিকেটের সমর্থক দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে। এই জটলা সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গান ও নাচের ওপর তালেবান সরকারের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও পথচারীরা শামিল হোন আনন্দ যজ্ঞে। এই সময় তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ ও সংগীতে মেতে ওঠে। দীর্ঘদিন দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া আফগানদের এমন উদ্যাপন দেখে খুশি শরীফউল্লাহ নামে কাবুলের এক বাসিন্দা। এএফপিকে তিনি বলেন, ‘আফগানিস্তান সম্প্রতি অনেক কিছুর ভেতর দিয়ে গেছে। এমন মুহূর্ত সব সময় বিশেষ কিছু এবং সেটি যথাযথভাবে অবশ্যই পালন করা উচিত।’ ২৫ বছর বয়সী এই যুবক আরও বলেছেন, ‘মনে হচ্ছে, আমরা বিশ্বকাপ জিতেছি। খেলা সব সমময় মানুষের মধে ঐক্য নিয়ে আসে। আজ আমরা দেশের জয় উদ্যাপন করছি।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে