নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা কেবল ছয় মাসের। এই অল্প সময়ের মধ্যেই অনেকের নজর কেড়েছেন তিনি। গতির ঝড় তুলে ব্যাটারদের ভড়কে দেন নিয়মিতই। তরুণ এই পেসারের গতিতে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও।
পাকিস্তান সিরিজ থেকেই পাদপ্রদীপের আলোয় নাহিদ। দুই ম্যাচের সেই সিরিজে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে রাওয়ালপিন্ডির পিচ থেকে বাউন্স আদায় করেছিলেন তিনি। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বারংবার বল করে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খাবি খাইয়েছিলেন নাহিদ। সেই সিরিজে সিমন্স বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে না থাকলেও এই তরুণ পেসারের বোলিং দেখে আসছিলেন। চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে যখন সিমন্স আসেন, তখন উঠে এসেছে নাহিদের প্রসঙ্গ। বাংলাদেশের কোচ বলেন, ‘তাকে পাকিস্তানেই দেখেছি। মুগ্ধ আমি। ১৪০-১৪৫ কিনে পাওয়া যায় না। তাই এটি প্রশংসনীয় এবং এখন আমাদের তাকে নিয়ে এমনভাবে কাজ করতে হবে যাতে সে দ্রুত গতিতে এবং সঠিক জায়গায় বোলিং করতে পারে।’
চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে কাজে লাগিয়েছে দারুণভাবে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২ উইকেটে ৩০৭ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দুটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ কোনো উইকেট না পেলেও তাঁর আজকের বোলিং দেখে মুগ্ধ সিমন্স। প্রথম দিন দক্ষিণ আফ্রিকা যেখানে ৩.৭৬ রানরেটে ব্যাটিং করেছেন, সেখানে ২.৬১ ইকোনমিতে বোলিং করেছেন নাহিদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁর ইকোনমিই সর্বনিম্ন।
ইকোনমিই নয়, নাহিদ গতির ঝড়ও তুলেছেন আজ প্রোটিয়াদের বিপক্ষে। যার মধ্যে ৩৩তম ওভারের পঞ্চম বলে ঘণ্টায় ১৪৭.৭ কিলোমিটার গতিতে নাহিদ বোলিং করেছেন স্তাবসের বিপক্ষে। পরবর্তীতে ৩৫তম ওভারে নাহিদ যে মেডেন দিয়েছেন, সেই ওভারে ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং নাহিদ করেন তিন বার। ২২ বছর বয়সী এই তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়ে সিমন্স বলেন, ‘আমি মনে করি সে দ্বিতীয় স্পেলে সেটা করে দেখিয়েছে। আমি এতে মুগ্ধ। আমি সবসময় পেসারদের প্রতি আগ্রহী।’
হাসান মাহমুদ, নাহিদ, তাইজুল, মেহেদী হাসান মিরাজ-স্বীকৃত এই চার বোলার নিয়েই বাংলাদেশ সাজিয়েছে চট্টগ্রাম টেস্টের একাদশ। কেন ব্যাটার বেশি নেওয়া হলো, সেই ব্যাখ্যায় সিমন্স বলেন, ‘পঞ্চম বোলার নিয়ে যাওয়ার ভাবনা ছিল। যখন আপনার ব্যাটিং এমন চলছে, তখন মাঝে মাঝে এই দিকেই একটু ঝোঁকা লাগে। আর আমি মনে করি, সেটি বিবেচনাতেই ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা কেবল ছয় মাসের। এই অল্প সময়ের মধ্যেই অনেকের নজর কেড়েছেন তিনি। গতির ঝড় তুলে ব্যাটারদের ভড়কে দেন নিয়মিতই। তরুণ এই পেসারের গতিতে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও।
পাকিস্তান সিরিজ থেকেই পাদপ্রদীপের আলোয় নাহিদ। দুই ম্যাচের সেই সিরিজে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। পাশাপাশি নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে রাওয়ালপিন্ডির পিচ থেকে বাউন্স আদায় করেছিলেন তিনি। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বারংবার বল করে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খাবি খাইয়েছিলেন নাহিদ। সেই সিরিজে সিমন্স বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে না থাকলেও এই তরুণ পেসারের বোলিং দেখে আসছিলেন। চট্টগ্রামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে যখন সিমন্স আসেন, তখন উঠে এসেছে নাহিদের প্রসঙ্গ। বাংলাদেশের কোচ বলেন, ‘তাকে পাকিস্তানেই দেখেছি। মুগ্ধ আমি। ১৪০-১৪৫ কিনে পাওয়া যায় না। তাই এটি প্রশংসনীয় এবং এখন আমাদের তাকে নিয়ে এমনভাবে কাজ করতে হবে যাতে সে দ্রুত গতিতে এবং সঠিক জায়গায় বোলিং করতে পারে।’
চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে কাজে লাগিয়েছে দারুণভাবে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২ উইকেটে ৩০৭ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। দুটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম। নাহিদ কোনো উইকেট না পেলেও তাঁর আজকের বোলিং দেখে মুগ্ধ সিমন্স। প্রথম দিন দক্ষিণ আফ্রিকা যেখানে ৩.৭৬ রানরেটে ব্যাটিং করেছেন, সেখানে ২.৬১ ইকোনমিতে বোলিং করেছেন নাহিদ। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁর ইকোনমিই সর্বনিম্ন।
ইকোনমিই নয়, নাহিদ গতির ঝড়ও তুলেছেন আজ প্রোটিয়াদের বিপক্ষে। যার মধ্যে ৩৩তম ওভারের পঞ্চম বলে ঘণ্টায় ১৪৭.৭ কিলোমিটার গতিতে নাহিদ বোলিং করেছেন স্তাবসের বিপক্ষে। পরবর্তীতে ৩৫তম ওভারে নাহিদ যে মেডেন দিয়েছেন, সেই ওভারে ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং নাহিদ করেন তিন বার। ২২ বছর বয়সী এই তরুণ পেসারকে প্রশংসায় ভাসিয়ে সিমন্স বলেন, ‘আমি মনে করি সে দ্বিতীয় স্পেলে সেটা করে দেখিয়েছে। আমি এতে মুগ্ধ। আমি সবসময় পেসারদের প্রতি আগ্রহী।’
হাসান মাহমুদ, নাহিদ, তাইজুল, মেহেদী হাসান মিরাজ-স্বীকৃত এই চার বোলার নিয়েই বাংলাদেশ সাজিয়েছে চট্টগ্রাম টেস্টের একাদশ। কেন ব্যাটার বেশি নেওয়া হলো, সেই ব্যাখ্যায় সিমন্স বলেন, ‘পঞ্চম বোলার নিয়ে যাওয়ার ভাবনা ছিল। যখন আপনার ব্যাটিং এমন চলছে, তখন মাঝে মাঝে এই দিকেই একটু ঝোঁকা লাগে। আর আমি মনে করি, সেটি বিবেচনাতেই ছিল।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের খেলা খুব পরিচিত ঘটনা। বোর্ড সভাপতির পদের মেয়াদ কত দিন হবে, সেটা নিয়েই থাকে অনিশ্চয়তা। সেখানে ঘনঘন কোচ পরিবর্তন মামুলি ব্যাপার। এভাবে হঠাৎ করে কোচের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু মনে করছেন না রমিজ রাজা।
৯ ঘণ্টা আগেআগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান। ২৮ বছর পর জিম্বাবুয়ে নিজেদের মাঠে খেলবে বক্সিং-ডে টেস্ট। বুলাওয়েতে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট অর্থাৎ বক্সিং-ডে টেস্ট।
৯ ঘণ্টা আগেচট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ছড়ি ঘুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা উইকেটের জন্য রীতিমতো হাপিত্যেশ করেছেন আজ। এমন ব্যাটিংবান্ধব উইকেটে টেস্টের ফল দ্রুতই আসবে বলে আশা করছেন ত্রিস্তান স্টাবস।
৯ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ-সবশেষ ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি মেজর শিরোপা জেতেন ভিনিসিয়ুস জুনিয়র। মৌসুম জুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি নিজেও। তবু ব্রাজিলের এই ফরোয়ার্ডের হাতে ওঠেনি ব্যালন ডি’অরের পুরস্কার। কিংবদন্তি মার্তাও তাতে ভীষণ খেপলেন।
১০ ঘণ্টা আগে