রাচিনের সমান রানও হলো না প্রোটিয়াদের, আবারও সেঞ্চুরি উইলিয়ামসনের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ২২
Thumbnail image

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ খেলতে দক্ষিণ আফ্রিকার অধিকাংশ অভিজ্ঞ খেলোয়াড় নিউজিল্যান্ড সফরে যাননি। নতুন একজনকে অধিনায়ক করে একেবারে অনভিজ্ঞ দল পাঠানোয় চটেছিলেন অনেকে। এ যেন বাঘের ডেরায় খরগোশ ছেড়ে দেওয়ার মতো ব্যাপার! প্রোটিয়ারাও সেটি বুঝতে পারছেন হাড়ে হাড়ে। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের মুখে তারা। 

আজ তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে ৫২৮ রান। সেই লিড আগামীকাল চতুর্থ দিনে আরও বাড়তে পারে। চাইলে আজকেই দ্বিতীয়বার সফরকারীদের ব্যাটিংয়ে পাঠাতে পারত কিউইরা। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ৩৪৯ রানে এগিয়ে থেকে নিজেরাই দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড দিন পার করেছে ৪ উইকেটে ১৭৯ রানে। 

রাচিন রবীন্দ্রের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৫১১ রান। আজ আবারও সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসন। ১৩২ বলে করেছেন ১০৯ রান। আগামীকাল চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামবেন ড্যারিল মিচেল (১১) ও টম ব্লান্ডেল (৫)। 

আগের দিনই কিউই বোলারদের সামনে চ্যালেঞ্জের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। দিন পার করে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে। তৃতীয় দিনেও বেশিক্ষণ টিকতে পারেনি। ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া প্রোটিয়াদের ইনিংস শেষ চা বিরতির আগেই। মিডল অর্ডার ব্যাটার কিগান পিটারসেন ১৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলে যা একটু লড়াই করতে চেয়েছেন। ২ রানে দিন শুরু করেছিলেন তিনি। ২৯ রান নিয়ে তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নামা ডেভিড বেডিংহামকে (৩২) দিয়েই দিনের উইকেট উৎসব শুরু করে কিউইরা।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট কাইল জেমিসন ও রাচিনের। বোলিংয়েও দুর্দান্ত নৈপুণ্য দেখানো রাচিন দ্বিতীয় ইনিংসে অবশ্য করেছেন ১২ রান। প্রথম ইনিংসে ৩৬৬ বলে খেলেন ২৪০ রানের অনবদ্য ইনিংস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত