ক্রীড়া ডেস্ক
লস অ্যাঞ্জেলেস ওয়েভসের একাদশে এবারও সুযোগ পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে তাঁর দলও ছিটকে গেছে ফাইনালে ওঠার লড়াই থেকে। টি-টেন সংস্করণের টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল নিয়েছে মধুর প্রতিশোধ।
ফাইনালে ওঠার লড়াইয়ে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস ও আটলান্টা কিংস। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে গত রাতে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আটলান্টা। অধিনায়ক ম্যাথুস ১৩ বলে করেন ১৮ রান। ১টি করে চার ও ছক্কা মারেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। প্রথমে ব্যাটিং পাওয়া লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ৮ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার ঋষি রামেশকে ফেরান আটলান্টার দানিশ আজিজ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। রান তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলে ফেলে আটলান্টা। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে আটলান্টার সর্বোচ্চ স্কোরার টম ব্রুস। ৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ব্রুস। নবম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম লস অ্যাঞ্জেলেসের জাগপ্রীত সিংকে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে আটলান্টার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইউটিডি স্টেডিয়ামে পরশু প্রথম কোয়ালিফায়ারে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস খেলেছিল শিকাগো সিসির বিপক্ষে। সেই ম্যাচে শিকাগো প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করেছিল। শিকাগোর ওপেনার ২৮ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কা। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে সেই ম্যাচে পেরে ওঠেনি লস অ্যাঞ্জেলেস। ১০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে আটকে গিয়েছিল সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। টি-টেন সংস্করণের টুর্নামেন্টটি চলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগ ক্রিকেটের (এনসিএল) অধীনে।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে ইউটিডি স্টেডিয়ামে তান্ডব চালিয়েছিলেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। তাঁর ৩৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসে আটলান্টা করেছিল ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান। সাকিব ৩ ওভারে ৪৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। ১৪৬ রানের লক্ষ্যে নেমে সাইক্লোনের মতো ব্যাটিং করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান করে ফেলে লস অ্যাঞ্জেলেস। দুই ব্যাটার অ্যাডাম রসিংটন (৫২) ও টিম ডেভিড (৫৮) দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
লস অ্যাঞ্জেলেস ওয়েভসের একাদশে এবারও সুযোগ পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে তাঁর দলও ছিটকে গেছে ফাইনালে ওঠার লড়াই থেকে। টি-টেন সংস্করণের টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল নিয়েছে মধুর প্রতিশোধ।
ফাইনালে ওঠার লড়াইয়ে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস ও আটলান্টা কিংস। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে গত রাতে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আটলান্টা। অধিনায়ক ম্যাথুস ১৩ বলে করেন ১৮ রান। ১টি করে চার ও ছক্কা মারেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। প্রথমে ব্যাটিং পাওয়া লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ৮ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার ঋষি রামেশকে ফেরান আটলান্টার দানিশ আজিজ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। রান তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলে ফেলে আটলান্টা। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে আটলান্টার সর্বোচ্চ স্কোরার টম ব্রুস। ৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ব্রুস। নবম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম লস অ্যাঞ্জেলেসের জাগপ্রীত সিংকে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে আটলান্টার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইউটিডি স্টেডিয়ামে পরশু প্রথম কোয়ালিফায়ারে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস খেলেছিল শিকাগো সিসির বিপক্ষে। সেই ম্যাচে শিকাগো প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করেছিল। শিকাগোর ওপেনার ২৮ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কা। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে সেই ম্যাচে পেরে ওঠেনি লস অ্যাঞ্জেলেস। ১০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে আটকে গিয়েছিল সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। টি-টেন সংস্করণের টুর্নামেন্টটি চলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগ ক্রিকেটের (এনসিএল) অধীনে।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে ইউটিডি স্টেডিয়ামে তান্ডব চালিয়েছিলেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। তাঁর ৩৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসে আটলান্টা করেছিল ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান। সাকিব ৩ ওভারে ৪৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। ১৪৬ রানের লক্ষ্যে নেমে সাইক্লোনের মতো ব্যাটিং করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান করে ফেলে লস অ্যাঞ্জেলেস। দুই ব্যাটার অ্যাডাম রসিংটন (৫২) ও টিম ডেভিড (৫৮) দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২২ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে