ক্রীড়া ডেস্ক
লস অ্যাঞ্জেলেস ওয়েভসের একাদশে এবারও সুযোগ পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে তাঁর দলও ছিটকে গেছে ফাইনালে ওঠার লড়াই থেকে। টি-টেন সংস্করণের টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল নিয়েছে মধুর প্রতিশোধ।
ফাইনালে ওঠার লড়াইয়ে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস ও আটলান্টা কিংস। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে গত রাতে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আটলান্টা। অধিনায়ক ম্যাথুস ১৩ বলে করেন ১৮ রান। ১টি করে চার ও ছক্কা মারেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। প্রথমে ব্যাটিং পাওয়া লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ৮ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার ঋষি রামেশকে ফেরান আটলান্টার দানিশ আজিজ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। রান তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলে ফেলে আটলান্টা। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে আটলান্টার সর্বোচ্চ স্কোরার টম ব্রুস। ৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ব্রুস। নবম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম লস অ্যাঞ্জেলেসের জাগপ্রীত সিংকে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে আটলান্টার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইউটিডি স্টেডিয়ামে পরশু প্রথম কোয়ালিফায়ারে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস খেলেছিল শিকাগো সিসির বিপক্ষে। সেই ম্যাচে শিকাগো প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করেছিল। শিকাগোর ওপেনার ২৮ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কা। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে সেই ম্যাচে পেরে ওঠেনি লস অ্যাঞ্জেলেস। ১০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে আটকে গিয়েছিল সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। টি-টেন সংস্করণের টুর্নামেন্টটি চলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগ ক্রিকেটের (এনসিএল) অধীনে।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে ইউটিডি স্টেডিয়ামে তান্ডব চালিয়েছিলেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। তাঁর ৩৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসে আটলান্টা করেছিল ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান। সাকিব ৩ ওভারে ৪৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। ১৪৬ রানের লক্ষ্যে নেমে সাইক্লোনের মতো ব্যাটিং করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান করে ফেলে লস অ্যাঞ্জেলেস। দুই ব্যাটার অ্যাডাম রসিংটন (৫২) ও টিম ডেভিড (৫৮) দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
লস অ্যাঞ্জেলেস ওয়েভসের একাদশে এবারও সুযোগ পাননি সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে তাঁর দলও ছিটকে গেছে ফাইনালে ওঠার লড়াই থেকে। টি-টেন সংস্করণের টুর্নামেন্টে ফাইনালে ওঠার পথে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল নিয়েছে মধুর প্রতিশোধ।
ফাইনালে ওঠার লড়াইয়ে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস ও আটলান্টা কিংস। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে গত রাতে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আটলান্টা। অধিনায়ক ম্যাথুস ১৩ বলে করেন ১৮ রান। ১টি করে চার ও ছক্কা মারেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। প্রথমে ব্যাটিং পাওয়া লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ৮ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার ঋষি রামেশকে ফেরান আটলান্টার দানিশ আজিজ। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। রান তাড়া করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলে ফেলে আটলান্টা। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে আটলান্টার সর্বোচ্চ স্কোরার টম ব্রুস। ৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন ব্রুস। নবম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম লস অ্যাঞ্জেলেসের জাগপ্রীত সিংকে টানা চার বলে চার ছক্কা হাঁকিয়ে আটলান্টার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইউটিডি স্টেডিয়ামে পরশু প্রথম কোয়ালিফায়ারে সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস ওয়েভস খেলেছিল শিকাগো সিসির বিপক্ষে। সেই ম্যাচে শিকাগো প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করেছিল। শিকাগোর ওপেনার ২৮ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কা। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে সেই ম্যাচে পেরে ওঠেনি লস অ্যাঞ্জেলেস। ১০ ওভারে ৬ উইকেটে ১৫২ রানে আটকে গিয়েছিল সাকিববিহীন লস অ্যাঞ্জেলেস। টি-টেন সংস্করণের টুর্নামেন্টটি চলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লিগ ক্রিকেটের (এনসিএল) অধীনে।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে ইউটিডি স্টেডিয়ামে তান্ডব চালিয়েছিলেন আটলান্টা অধিনায়ক ম্যাথুস। তাঁর ৩৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংসে আটলান্টা করেছিল ১০ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান। সাকিব ৩ ওভারে ৪৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। ১৪৬ রানের লক্ষ্যে নেমে সাইক্লোনের মতো ব্যাটিং করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ৮ ওভারে ১ উইকেটে ১৪৬ রান করে ফেলে লস অ্যাঞ্জেলেস। দুই ব্যাটার অ্যাডাম রসিংটন (৫২) ও টিম ডেভিড (৫৮) দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
৬ মিনিট আগেটেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগে