Ajker Patrika

শ্বশুরের কথা না শুনেই শাহিনের বিশ্ব রেকর্ড  

ক্রীড়া ডেস্ক
শ্বশুরের কথা না শুনেই শাহিনের বিশ্ব রেকর্ড  

পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন। 

গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার। 

অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি। 

এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’ 

গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।   

কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়

অধিনায়ক                         দল                              বয়স (বছর)
শাহিন আফ্রিদি           লাহোর কালান্দার্স                      ২১
স্টিভ স্মিথ                সিডনি সিক্সার্স                           ২২
রোহিত শর্মা              মুম্বাই ইন্ডিয়ানস                        ২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত