ক্রীড়া ডেস্ক, ঢাকা
নভেম্বরে আবুধাবি টি-টেন লিগের জন্য স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। এর আগে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
ল’র পাশাপাশি বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন পল নিক্সন ও শন টেইট। টি-টেন লিগে বাংলাদেশের এই দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিক্সন। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলের আইকন ও অধিনায়ক হিসেবে এ মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন ল। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবেও কাজ করেন ৫২ বছর বয়সী এই কোচ। ল’র ঝুলিতে আছে জেসন হোল্ডার-ক্রিস গেইলদের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ল। কোচের দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। প্রতিবারই কিছু না কিছু নতুন করে শিখেছি। টি-টেনের মতো অভিনব টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আগ্রহী করে তুলেছে। আমি বাংলা টাইগার্সে সেরা কিছু খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
বাংলা টাইগার্সকে সেরা একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড় করানোর আশার কথাও জানিয়েছেন ল। টি-টেন লিগে এবারের মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলঙ্কার ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আরব আমিরাতের চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। প্লেয়ার্স ড্রাফট থেকে আরও কিছু খেলোয়াড় কেনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ২০১৯ সালে টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলা টাইগার্স। পরের বার অবশ্য পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার আবার নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ১৯ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
নভেম্বরে আবুধাবি টি-টেন লিগের জন্য স্টুয়ার্ট ল’কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স। এর আগে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের।
ল’র পাশাপাশি বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন পল নিক্সন ও শন টেইট। টি-টেন লিগে বাংলাদেশের এই দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান নিক্সন। বোলিং কোচ হিসেবে থাকছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলের আইকন ও অধিনায়ক হিসেবে এ মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন ল। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচ হিসেবেও কাজ করেন ৫২ বছর বয়সী এই কোচ। ল’র ঝুলিতে আছে জেসন হোল্ডার-ক্রিস গেইলদের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ল। কোচের দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বিশ্বজুড়ে কোচ হিসেবে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। প্রতিবারই কিছু না কিছু নতুন করে শিখেছি। টি-টেনের মতো অভিনব টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই আগ্রহী করে তুলেছে। আমি বাংলা টাইগার্সে সেরা কিছু খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
বাংলা টাইগার্সকে সেরা একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দাঁড় করানোর আশার কথাও জানিয়েছেন ল। টি-টেন লিগে এবারের মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলঙ্কার ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আরব আমিরাতের চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। প্লেয়ার্স ড্রাফট থেকে আরও কিছু খেলোয়াড় কেনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে ২০১৯ সালে টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল বাংলা টাইগার্স। পরের বার অবশ্য পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবার আবার নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করে দেখাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ১৯ নভেম্বর আবুধাবিতে শুরু হবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে