ক্রীড়া ডেস্ক
এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা মানেই রোমাঞ্চের লড়াই। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্রাটা আরও বেড়ে গেছে। তবে এ দুই দলের খেলা হলেই একটা বিষয় সব সময় বিশেষভাবে আলোচনায় আসে। সেটা হলো ‘নাগিন নৃত্য’। দুই দলের যে কোনো দল জিতলেই যেন ক্রিকেটারদের এই নৃত্য দেওয়া চাই। তাই এশিয়া কাপের ম্যাচেও বিনোদনের এই কলা বাদ পড়ল না। গতকাল বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ‘নাগিন নৃত্য’ দিলেন। যেন নিদাহাস ট্রফিতে দেওয়া বাংলাদেশের সেই সেলিব্রেশন ফিরিয়ে দিলেন তাঁরা।
সময়ের হিসাবে চার বছর হলেও নাগিন নৃত্যের কথা ভুলে যাননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে চামিকা করুণারত্নে। গতকাল এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে নৃত্যটিকে আবারও সামনে আনলেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে, সেই দল যাবে সুপার ফোরে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচটি হারতে হারতেও ২ উইকেটে জিতে গেছেন দাসুন শানাকা-কুশল মেন্ডিজরা। এমন রোমাঞ্চকর লড়াইয়ে জেতার পর নৃত্যটি পরিবেশন না করলে কি আর চলে? তাই ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ‘নাগিন নৃত্য’ দিতে দেখা যায় করুণারত্নেকে। বাউন্ডারির পাশেও নৃত্যটি করেছেন তিনি। পরে এটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যেন বাংলাদেশকে মনে করিয়ে দিলেন পুরোনো সেই ম্যাচের কথা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগেই কথার লড়াই চলছিল দুই দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। তাঁদের একজন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে সামাজিক মাধ্যমে নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘মাঠে দেখিয়ে দাও নিজেদের সেরাটা।’ আর ম্যাচ জয়ের পর তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ। চাপের মধ্যে জয়টি ছিল দুর্দান্ত লড়াই। বলা নিরাপদ যে একটি বিশ্বমানের পারফরম্যান্স ছিল।’
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে নাজমুল হোসেন অপু শুরু করেছিলেন ‘নাগিন নৃত্য’। পরে পুরো বাংলাদেশ দল ম্যাচ জয়ের উদ্যাপন করেছিলেন এই নৃত্যে। তখন এটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। এমন নৃত্য দেখে শ্রীলঙ্কান সমর্থকেরা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে ফাইনাল ম্যাচে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে এসেছিলেন। ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর দর্শকেরাও নাগিন নৃত্য করেছিলেন।
এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা মানেই রোমাঞ্চের লড়াই। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্রাটা আরও বেড়ে গেছে। তবে এ দুই দলের খেলা হলেই একটা বিষয় সব সময় বিশেষভাবে আলোচনায় আসে। সেটা হলো ‘নাগিন নৃত্য’। দুই দলের যে কোনো দল জিতলেই যেন ক্রিকেটারদের এই নৃত্য দেওয়া চাই। তাই এশিয়া কাপের ম্যাচেও বিনোদনের এই কলা বাদ পড়ল না। গতকাল বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা ‘নাগিন নৃত্য’ দিলেন। যেন নিদাহাস ট্রফিতে দেওয়া বাংলাদেশের সেই সেলিব্রেশন ফিরিয়ে দিলেন তাঁরা।
সময়ের হিসাবে চার বছর হলেও নাগিন নৃত্যের কথা ভুলে যাননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। বিশেষ করে চামিকা করুণারত্নে। গতকাল এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে নৃত্যটিকে আবারও সামনে আনলেন তিনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে, সেই দল যাবে সুপার ফোরে। এমন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাকে। ম্যাচটি হারতে হারতেও ২ উইকেটে জিতে গেছেন দাসুন শানাকা-কুশল মেন্ডিজরা। এমন রোমাঞ্চকর লড়াইয়ে জেতার পর নৃত্যটি পরিবেশন না করলে কি আর চলে? তাই ম্যাচ জেতার পর শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ‘নাগিন নৃত্য’ দিতে দেখা যায় করুণারত্নেকে। বাউন্ডারির পাশেও নৃত্যটি করেছেন তিনি। পরে এটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। যেন বাংলাদেশকে মনে করিয়ে দিলেন পুরোনো সেই ম্যাচের কথা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শুরুর আগেই কথার লড়াই চলছিল দুই দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে। তাঁদের একজন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে সামাজিক মাধ্যমে নিজের দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘মাঠে দেখিয়ে দাও নিজেদের সেরাটা।’ আর ম্যাচ জয়ের পর তিনি লিখেছেন, ‘ভালো খেলেছ। চাপের মধ্যে জয়টি ছিল দুর্দান্ত লড়াই। বলা নিরাপদ যে একটি বিশ্বমানের পারফরম্যান্স ছিল।’
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে নাজমুল হোসেন অপু শুরু করেছিলেন ‘নাগিন নৃত্য’। পরে পুরো বাংলাদেশ দল ম্যাচ জয়ের উদ্যাপন করেছিলেন এই নৃত্যে। তখন এটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। এমন নৃত্য দেখে শ্রীলঙ্কান সমর্থকেরা এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে ফাইনাল ম্যাচে ভারতকে সমর্থন দিতে গ্যালারিতে এসেছিলেন। ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার পর দর্শকেরাও নাগিন নৃত্য করেছিলেন।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১৩ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১৩ ঘণ্টা আগে