আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপে কাজ করবেন ‘চ্যাম্পিয়ন’ ব্রাভো

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ক্রিকেটার, কোচ, গায়ক—বহুমুখী এক প্রতিভার অধিকারী ডোয়াইন ব্রাভো। জিতেছেন ক্যারিয়ারে অসংখ্য শিরোপা। তাঁর বিখ্যাত ‘চ্যাম্পিয়ন’ গান বেশ ভাইরাল হয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ব্রাভো। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে আজ ব্রাভোকে নিযুক্ত করার কথা জানিয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে রশিদ খান, মোহাম্মদ নবীদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন তিনি। আফগানিস্তান ক্রিকেট দল এরই মধ্যে সেইন্ট ভিনসেন্টে পৌঁছে গেছে। বিশ্বকাপকে সামনে রেখে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই অনুশীলন ক্যাম্প তত্ত্বাবধান করবে আফগানিস্তানের কোচিং স্টাফ। 

১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্রাভো যেখানে পেশাদার ক্রিকেট খেলতে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছেন, তার কাছে ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলো তো হাতের তালুর মতো চেনা। 
 
২০ দলকে নিয়ে হতে যাওয়া বিশ্বকাপে হবে ৫৫ ম্যাচ। যুক্তরাষ্ট্রে হবে ১৬ ম্যাচ, ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। আফগানিস্তান গ্রুপ পর্বের চার ম্যাচের সব কটি ম্যাচই খেলবে ওয়েস্ট ইন্ডিজে। উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ও ৮ জুন আফগানরা খেলবে গায়ানায়। ১৪ জুন ত্রিনিদাদে আফগানরা খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। সেন্ট লুসিয়ায় ১৮ জুন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন রশিদরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের এমন অভিজ্ঞ এক ক্রিকেটারকে পাওয়া আফগানদের জন্য আশীর্বাদই বটে। 

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ব্রাভোর। ২০২১ পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৯৫ ম্যাচ যে খেলেছেন, ১৭ বছরের সেই যাত্রাপথেও রয়েছে মজার ঘটনা। ২০১৫ এর জানুয়ারিতে টেস্ট থেকে অবসর নেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় জানানোর পর ২০১৮ এর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০১৯ সালে অবসর ভেঙে ফেরেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে। ৬ নভেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাভো খেলেছেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। 

ক্যারিয়ারে তিনটি আইসিসি ইভেন্ট জেতেন ব্রাভো। ২০০৪ সালে জেতেন চ্যাম্পিয়নস ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফির পর ২০১২,২০১৬—দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন ব্রাভো। ২০২২ সালে আইপিএল থেকে অবসর নেন ঠিকই। তবে সেবার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত