ক্রীড়া ডেস্ক
এই আগস্ট থেকে শুরু করে আগামী বছরের মার্চ—টানা ৮ মাস ‘দৌড়ের ওপর’ থাকবে অস্ট্রেলিয়া দল। এ সময়ে অজিরা তিন সংস্করণ মিলিয়ে খেলবে ১১টি সিরিজ। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। এসবের মধ্যেই আবার ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশ লিগ।
এ অবস্থায় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের দম ফেলবার ফুসরত কই? বিশ্রাম তো দূরে কথা, পরিবার-পরিজনকেও তাঁরা সময় দিতে পারবেন কি না সন্দেহ। ঠাসা সূচির যন্ত্রণা থেকে মুক্তি পেতে কঠিন সিদ্ধান্ত নিতে হতো অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটারকে। বন্ধুপ্রতিম দুই সতীর্থ হাঁটছেন ভিন্ন পথে।
জাতীয় দলের স্বার্থে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্মিথ। তবে ওয়ার্নার এ সপ্তাহেই সিডনির আরেক ফ্র্যাঞ্চাইজি থান্ডারের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। ৩৩ বছর বয়সী স্মিথ ব্যস্ত সূচিতে শুধু দেশের হয়ে খেলবেন। আর বিগ ব্যাশ খেলতে জাতীয় দলের একটি-দুটি সিরিজ থেকে বিশ্রাম চাইতে পারেন ওয়ার্নার।
সিক্সার্সকে দুটি বিগ ব্যাশ শিরোপা (২০১২ ও ২০২০) জেতাতে বড় অবদান রাখায় এবারও স্মিথকে ধরে রাখতে চেয়েছিল তারা। সাবেক অজি অধিনায়ককে মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাদের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে স্মিথের মন্তব্য পাওয়া না গেলেও সিক্সার্স কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা স্বীকার করেছে।
অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বলছে, তিন সংস্করণেই অপরিহার্য খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ছাড়তে চায় না অজি বোর্ড (সিএ)। গত বছর স্মিথ নিজেই চেয়েছিলেন বিগ ব্যাশে খেলতে। অনুমতি না পাওয়ায় হতাশ হয়েছিলেন। এ নিয়ে বোর্ডকর্তাদের সঙ্গে তাঁর মনোমালিন্যও সৃষ্টি হয়েছিল। এবারও হয়তো স্মিথকে অনুমতি দেবে না বোর্ড। সেটা বুঝতে পেরে নিজ থেকেই সরে গেছেন তিনি।
এবারের বিগ ব্যাশ চলবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সে সময় দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারির শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অজিদের ম্যাচ না থাকায় বিগ ব্যাশের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্মিথ এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান।
এই আগস্ট থেকে শুরু করে আগামী বছরের মার্চ—টানা ৮ মাস ‘দৌড়ের ওপর’ থাকবে অস্ট্রেলিয়া দল। এ সময়ে অজিরা তিন সংস্করণ মিলিয়ে খেলবে ১১টি সিরিজ। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই। এসবের মধ্যেই আবার ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশ লিগ।
এ অবস্থায় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের দম ফেলবার ফুসরত কই? বিশ্রাম তো দূরে কথা, পরিবার-পরিজনকেও তাঁরা সময় দিতে পারবেন কি না সন্দেহ। ঠাসা সূচির যন্ত্রণা থেকে মুক্তি পেতে কঠিন সিদ্ধান্ত নিতে হতো অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটারকে। বন্ধুপ্রতিম দুই সতীর্থ হাঁটছেন ভিন্ন পথে।
জাতীয় দলের স্বার্থে বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্মিথ। তবে ওয়ার্নার এ সপ্তাহেই সিডনির আরেক ফ্র্যাঞ্চাইজি থান্ডারের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। ৩৩ বছর বয়সী স্মিথ ব্যস্ত সূচিতে শুধু দেশের হয়ে খেলবেন। আর বিগ ব্যাশ খেলতে জাতীয় দলের একটি-দুটি সিরিজ থেকে বিশ্রাম চাইতে পারেন ওয়ার্নার।
সিক্সার্সকে দুটি বিগ ব্যাশ শিরোপা (২০১২ ও ২০২০) জেতাতে বড় অবদান রাখায় এবারও স্মিথকে ধরে রাখতে চেয়েছিল তারা। সাবেক অজি অধিনায়ককে মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাদের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে স্মিথের মন্তব্য পাওয়া না গেলেও সিক্সার্স কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা স্বীকার করেছে।
অস্ট্রেলিয়ার শীর্ষ দৈনিক ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বলছে, তিন সংস্করণেই অপরিহার্য খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য ছাড়তে চায় না অজি বোর্ড (সিএ)। গত বছর স্মিথ নিজেই চেয়েছিলেন বিগ ব্যাশে খেলতে। অনুমতি না পাওয়ায় হতাশ হয়েছিলেন। এ নিয়ে বোর্ডকর্তাদের সঙ্গে তাঁর মনোমালিন্যও সৃষ্টি হয়েছিল। এবারও হয়তো স্মিথকে অনুমতি দেবে না বোর্ড। সেটা বুঝতে পেরে নিজ থেকেই সরে গেছেন তিনি।
এবারের বিগ ব্যাশ চলবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সে সময় দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারির শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অজিদের ম্যাচ না থাকায় বিগ ব্যাশের কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্মিথ এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে