বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম ইনিংসের খেলা শেষ হতে না হতেই এসেছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৮.১ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে করেছে ৮৩ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান করতে শুরু থেকেই ধুঁকতে থাকেন শ্রীলংকার ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন জাহানারা আলম। এরপর দ্বিতীয় উইকেটে হারশিতা সামারাবিক্রমা ও আনুষ্কা সঞ্জীবনী ২৩ রানের জুটি গড়েন। আবার এই দুজনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার রানের গতি কমে যায়। এরপর ১৯ তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। নিলাক্ষী ডি সিলভা ৩১ বলে ২৮ রান করে অপরাজিত আছেন। আর রুমানা নিয়েছেন দুই উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত