ক্রীড়া ডেস্ক
বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি রশিদ লতিফ। উল্টো পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক ঘোষণা করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন তো নেই-ই, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউেফ—এঁরাও নেই এই ১৫ সদস্যের দলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পিসিবি।
অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া পিসিবির দল ঘোষণা করা মানতেই পারছেন না রশিদ। যেখানে ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শাহিন। পিসিবির প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লতিফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র্যাংকিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাঁদের দাবি যে তাঁরা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। ৭০-৮০ বছর বয়সী যাঁদের বিশ্রাম নেওয়া দরকার, তাঁরাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।’
২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে শারজায়।
বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি রশিদ লতিফ। উল্টো পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক ঘোষণা করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বাবর, শাহিন তো নেই-ই, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউেফ—এঁরাও নেই এই ১৫ সদস্যের দলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পিসিবি।
অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া পিসিবির দল ঘোষণা করা মানতেই পারছেন না রশিদ। যেখানে ২০২২ স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর ও ২০২১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শাহিন। পিসিবির প্রধান নাজাম শেঠি, প্রধান নির্বাচক হারুন রশিদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লতিফ বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের খেলোয়াড়দের আইসিসি র্যাংকিংয়ে দেখা যাচ্ছে। পুরস্কারও তারা জিতছে। বাবর ও শাহিন আইসিসি পুরস্কার জিতেছে। তাদের (পিসিবি) এটা হজম হচ্ছে না। তাঁদের দাবি যে তাঁরা তা হতে দেবেন না এবং এখন থেকে সিদ্ধান্ত তাঁরাই নেবেন। ৭০-৮০ বছর বয়সী যাঁদের বিশ্রাম নেওয়া দরকার, তাঁরাই এখন পাকিস্তান ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করছে। আমাদের দল এখন শান্তিতে ঘুমাচ্ছে এটা আপনারা বলতেই পারেন।’
২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই হবে শারজায়।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে