নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।
মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটিংদৃঢ়তায়। শুধু ধাক্কাই কাটাননি তাঁরা, দলের রানের চাকাকেও গতিশীল করে তুলেছিলেন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
এই জুটি যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়েছিল, বড় স্কোরই গড়বে সিলেট। ৬টি চার ও ৪টি ছয়ে ৩২ বলে ৫৮ রান করে যখন আউট হলেন মানসি, তখনো ৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান ৭৫। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর পরের ব্যাটাররা আর ভালো কিছু করতে পারেননি। মানসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন জাকির হাসান। ৩২ বলের এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়। মানসি ও জাকিরের বাইরে রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আর একজনই—সুমন খান (১২)। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।
মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটিংদৃঢ়তায়। শুধু ধাক্কাই কাটাননি তাঁরা, দলের রানের চাকাকেও গতিশীল করে তুলেছিলেন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
এই জুটি যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়েছিল, বড় স্কোরই গড়বে সিলেট। ৬টি চার ও ৪টি ছয়ে ৩২ বলে ৫৮ রান করে যখন আউট হলেন মানসি, তখনো ৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান ৭৫। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর পরের ব্যাটাররা আর ভালো কিছু করতে পারেননি। মানসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন জাকির হাসান। ৩২ বলের এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়। মানসি ও জাকিরের বাইরে রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আর একজনই—সুমন খান (১২)। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
স্যার ডন ব্র্যাডম্যান-শেন ওয়ার্নদের পাশে এবার মাইকেল ক্লার্কও। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত হলো তাঁর নাম। ব্র্যাডমান-ওয়ার্নদের পর ৬৪ তম সদস্য হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন সম্মাননা পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাতিলের খাতায় উঠল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর। ইউরোপিয়ান ফুটবলে ভিএআর নিয়ে প্রায়ই আলোচনা হয়। রেফারিদের ভুল নিরূপণে কাজ করে এই প্রযুক্তি। যদিও মাঝে মধ্যে এই ভিএআর নিয়ে বিতর্কও হয়। এবার ভিএআর...
৮ ঘণ্টা আগেতাঁরা ভালো বন্ধু। এমনই যে, আরিনা সাবালেঙ্কার ‘সাবা’-এর সঙ্গে বাদোসার ‘দোসা’ যোগ করে অনেকেই দুজনকে একত্রে ডাকেন সাবাদোসা। তো কাল অস্ট্রেলিয়ান ওপেনে দুই বন্ধুর সেমিফাইনালে ৬-৪, ৬-২ গেমে জিতলেন বেলারুশের সাবালেঙ্কা। হারলেন স্পেনের বাদোসা।
৯ ঘণ্টা আগেবিপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচে টানা জয়। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করেছে সবার আগেই। এই রংপুরকে থামাবে কে? এমন অবস্থানে থেকে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ডুবতে ডুবতে উড়তে থাকা র
১০ ঘণ্টা আগে