ক্রীড়া ডেস্ক
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটা অনেক দিন ধরেই আলোচনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেছিলেন তামিম।
তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা অবশ্য পাপনের বাসভবনের বৈঠক শেষে জানা যায়নি। কোনো কথা না বলেই চলে যান তামিম। পরে নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেইনি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। আমার কাছে মনে হয় কারণ ক্যারিয়ারে কখনো কোনো ধরনের প্যাঁচ-গোচের মধ্যে ছিলাম না। ক্যারিয়ারে যে সিদ্ধান্তই নিয়েছি না কেন সব সময় পরিষ্কার করেছি। আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই মুহূর্তে এখন আর বলার দরকার নাই। বোর্ড সভাপতির সঙ্গে খোলামেলা অনেক কিছু নিয়েই কথা হয়েছে। আমি কী চাই তা জানিয়েছি। যেহেতু নির্বাচন সামনে, উনার ব্যস্ততাও রয়েছে জানুয়ারি পর্যন্ত। তিনি শোনার পর আমাকে বললেন, জানুয়ারি পর্যন্ত একটু থামতে। এরপরেই আপনারা পরিষ্কার ধারণা পাবেন। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানুয়ারিতে জানা গেলেও তামিম মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপিএল দিয়ে মাঠে ফিরব। এরপর দেখা যাক কী হয়। আমার কথা শুনেই ওনি সিদ্ধান্ত নেবেন না। সকলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত হলেও নেবেন তিনি।’
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটা অনেক দিন ধরেই আলোচনায়। বিশ্বকাপ শেষে সেটা আরও জোরালো হয়েছে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেছিলেন তামিম।
তবে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা অবশ্য পাপনের বাসভবনের বৈঠক শেষে জানা যায়নি। কোনো কথা না বলেই চলে যান তামিম। পরে নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ওপেনার। সেখানে তিনি জানিয়েছেন, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেইনি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ কী হবে সেটার একটা পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। আমার কাছে মনে হয় কারণ ক্যারিয়ারে কখনো কোনো ধরনের প্যাঁচ-গোচের মধ্যে ছিলাম না। ক্যারিয়ারে যে সিদ্ধান্তই নিয়েছি না কেন সব সময় পরিষ্কার করেছি। আমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এই মুহূর্তে এখন আর বলার দরকার নাই। বোর্ড সভাপতির সঙ্গে খোলামেলা অনেক কিছু নিয়েই কথা হয়েছে। আমি কী চাই তা জানিয়েছি। যেহেতু নির্বাচন সামনে, উনার ব্যস্ততাও রয়েছে জানুয়ারি পর্যন্ত। তিনি শোনার পর আমাকে বললেন, জানুয়ারি পর্যন্ত একটু থামতে। এরপরেই আপনারা পরিষ্কার ধারণা পাবেন। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই তাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানুয়ারিতে জানা গেলেও তামিম মাঠে ফিরবেন বিপিএল দিয়েই। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপিএল দিয়ে মাঠে ফিরব। এরপর দেখা যাক কী হয়। আমার কথা শুনেই ওনি সিদ্ধান্ত নেবেন না। সকলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত হলেও নেবেন তিনি।’
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৫ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে