Ajker Patrika

বাংলাদেশের এমন বাজে অবস্থা তাসকিন আগে কখনোই দেখেননি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৪: ৫৯
বাংলাদেশের এমন বাজে অবস্থা তাসকিন আগে কখনোই দেখেননি

আইসিসি ইভেন্টে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল ঠিকই। তবে ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের বিশ্বকাপ মিলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। 

২০১৪ সালের ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তাসকিন আহমেদ। অভিষেকের পর ১০ বছরে প্রায় সব আইসিসি ইভেন্টে দেখা গেছে বাংলাদেশের তারকা পেসারকে। ৬.৪২ ইকোনমিতে এবারের বিশ্বকাপে তিনি নিয়েছেন ৮ উইকেট। তবে বিশ্বকাপের আগে থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে পঞ্চম টি-টোয়েন্টি হার, যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার—এমন হতশ্রী পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারালেও বাংলাদেশ অলআউট হয়েছে ১০৫ রানে। 

গ্রুপ পর্ব থেকে সুপার এইটে ওঠার পরই বাংলাদেশ বাজেভাবে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও শান্তর দল সেটা পারেনি। উল্টো বাংলাদেশ হেরে যাওয়ায় আফগানরা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে খেলেছে। হতাশাজনক বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমণযাত্রা শেষে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ১০ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি আমি। কখনোই এত বাজে অবস্থা দেখিনি। এটা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছি।’

বাংলাদেশের বোলারদের মধ্যে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। তরুণ এই লেগ স্পিনার খেলেছেন ৭ ম্যাচ, তাঁর ইকোনমি ৭.৭৬। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদ খানের সঙ্গে যৌথভাবে তিনে আছেন রিশাদ। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম সাকিব। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার। বাংলাদেশ যে ৭ ম্যাচ খেলেছে, সব ম্যাচেই একাদশে ছিলেন তিনি। বোলিং করেছেন ৬.২০ ইকোনমিতে। তানজিম সাকিব-রিশাদদের প্রশংসায় ভাসিয়ে তাসকিন বলেন, ‘তানজিম সাকিব, রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে সেরা পাঁচে ছিল। সব মিলিয়ে তারা ভালো করেছে। বাংলাদেশ থেকে যে ভবিষ্যৎ তারকা উঠে আসছে, এটা ভালো ব্যাপার। তাতে বিশ্ববাসীকে বোঝানো গেল যে আমাদের সামর্থ্য আছে।’ 

গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন বলেন, ‘সুপার এইটে উঠেছি।  টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো তিনটা জয় পেয়েছি। ইতিবাচক দিক আছে। তবে নেতিবাচকই বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত