ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।
এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।
এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’
অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে