হঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭: ৫২
Thumbnail image

হঠাৎ করে দেশে ফিরে এসেছেন লিটন দাস। আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। তাঁর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে কেকেআর জানিয়েছে, ‘চিকিৎসাসংক্রান্ত জরুরি পারিবারিক কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরতে হয়েছে লিটন দাসকে। কঠিন সময় পেরোনোর জন্য তার ও তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা রয়েছে।’ 

ঘণ্টাখানেক আগে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কলকাতার হয়ে অনুশীলনের এক ছবি পোস্ট করেন লিটন। এরপর জানা গেল তাঁর দেশে ফেরার খবর। আগামীকাল ইডেন গার্ডেনে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে কলকাতা। দেশে ফেরায় এই ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য প্রথমবার আইপিএলে সুযোগ পাওয়া লিটন চলতি আসরে কলকাতার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত