ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করেও হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে ক্রেগ অরভিনের দল। জিম্বাবুয়ের ব্যাটার-বোলারদের দলীয় পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে দাসুন শানাকার সেঞ্চুরি। ২২ রানের এই জয়ে জিম্বাবুয়েন অধিনায়ক অবশ্য বেশি কৃতিত্ব দিলেন বোলারদেরই। এই জয়ে ২০১৭ সালের পর আবারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি জিম্বাবুয়ের সামনে।
পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৩০২ রানে ভালো স্কোর পায় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না পেলেও ৯১ রানের কার্যকর এক ইনিংস খেলেন অরভিন। উইকেটে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল জানিয়ে ম্যাচ শেষে অরভিন বলেন, ‘বল ব্যাটে আসছিল ভালোমতো, তাই ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম স্পিনাররা আজ সুবিধা পাবে।’
ম্যাচে অবশ্য পেস বোলাররাই দাপট দেখিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে ব্লেসিং মুজরেবানি ও টেন্ডাই চাতারা নিয়েছেন ৩টি করে উইকেট। ৬৩ রানের মধ্যে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম ম্যাচের চেয়ে এদিন নিয়ন্ত্রিত বোলিং করেছে বোলাররা। পেসারদের কৃতিত্ব দিয়ে অরভিন বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলাররা কিছুটা খাটো লেংথে বোলিং করেছে। কিন্তু এদিন পেস বোলাররা দারুণ করেছে। দ্রুত কিছু উইকেট তুলে নিয়েছে। ম্যাচ জেতার পথে আমরা চাপে ছিলাম। কিন্তু ছেলেরা দারুণ খেলেছে। জয়ের জন্য তারা মরিয়া ছিল।’
জয়ের এই ক্ষুধাই সাফল্য এনে দিয়েছে জিম্বাবুয়েকে। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এশিয়ার বাইরে নিজেদের শততম ওয়ানডে। মাইলফলকের এই ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে সিরিজে সমতায় এনেছেন সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা। এখন তাঁদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করেও হেরেছিল জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে ক্রেগ অরভিনের দল। জিম্বাবুয়ের ব্যাটার-বোলারদের দলীয় পারফরম্যান্সে ম্লান হয়ে গেছে দাসুন শানাকার সেঞ্চুরি। ২২ রানের এই জয়ে জিম্বাবুয়েন অধিনায়ক অবশ্য বেশি কৃতিত্ব দিলেন বোলারদেরই। এই জয়ে ২০১৭ সালের পর আবারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি জিম্বাবুয়ের সামনে।
পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৩০২ রানে ভালো স্কোর পায় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না পেলেও ৯১ রানের কার্যকর এক ইনিংস খেলেন অরভিন। উইকেটে ব্যাটিং করাটা তুলনামূলক সহজ ছিল জানিয়ে ম্যাচ শেষে অরভিন বলেন, ‘বল ব্যাটে আসছিল ভালোমতো, তাই ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম স্পিনাররা আজ সুবিধা পাবে।’
ম্যাচে অবশ্য পেস বোলাররাই দাপট দেখিয়েছে। আরও নির্দিষ্ট করে বললে ব্লেসিং মুজরেবানি ও টেন্ডাই চাতারা নিয়েছেন ৩টি করে উইকেট। ৬৩ রানের মধ্যে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেন জিম্বাবুয়ের বোলাররা। প্রথম ম্যাচের চেয়ে এদিন নিয়ন্ত্রিত বোলিং করেছে বোলাররা। পেসারদের কৃতিত্ব দিয়ে অরভিন বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলাররা কিছুটা খাটো লেংথে বোলিং করেছে। কিন্তু এদিন পেস বোলাররা দারুণ করেছে। দ্রুত কিছু উইকেট তুলে নিয়েছে। ম্যাচ জেতার পথে আমরা চাপে ছিলাম। কিন্তু ছেলেরা দারুণ খেলেছে। জয়ের জন্য তারা মরিয়া ছিল।’
জয়ের এই ক্ষুধাই সাফল্য এনে দিয়েছে জিম্বাবুয়েকে। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এশিয়ার বাইরে নিজেদের শততম ওয়ানডে। মাইলফলকের এই ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে সিরিজে সমতায় এনেছেন সিকান্দার রাজা-শন উইলিয়ামসরা। এখন তাঁদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবে জিম্বাবুয়ে।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৩ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৪ ঘণ্টা আগে