ক্রীড়া ডেস্ক
বছর পার হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। গত বছর এশিয়ান মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সিকান্দার রাজার সেঞ্চুরিতে সেটি ছাপিয়ে আজ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩৪৪ রান।
জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হতো গাম্বিয়াকে। সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি তারা। রিচার্ড এনগারাভা-ব্রেন্ডন মাভুতাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়ে পেল ২৯০ রানের রেকর্ড গড়া জয়।
কেনিয়ার নাইরোবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ছক্কা-চারের বৃষ্টি নামান ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চার ও একটি ছক্কায় করেন ২৬ বলে ৫০ রান। ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মারুমানি।
চার নম্বরে নেমে ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ৭টি চার। ৩৩ বলে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও রেটি। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন।
ক্লাইভ মাদান্দে অপরাজিত থাকেন ১৭ বলে ৫৩ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। যার সৌজন্যে জিম্বাবুয়ে স্কোর গড়ে ৩৪৪ রানের। ইনিংসে ছিল ২৭টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ ছক্কা।
বছর পার হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের। গত বছর এশিয়ান মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ৩১৪ রান করেছিল নেপাল। সিকান্দার রাজার সেঞ্চুরিতে সেটি ছাপিয়ে আজ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ৪ উইকেটে জিম্বাবুয়ে করেছে ৩৪৪ রান।
জিততে হলে বিশ্ব রেকর্ডই গড়তে হতো গাম্বিয়াকে। সে রকম কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি তারা। রিচার্ড এনগারাভা-ব্রেন্ডন মাভুতাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৪.৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়ে পেল ২৯০ রানের রেকর্ড গড়া জয়।
কেনিয়ার নাইরোবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরু থেকেই ছক্কা-চারের বৃষ্টি নামান ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট ৭টি চার ও একটি ছক্কায় করেন ২৬ বলে ৫০ রান। ৯ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মারুমানি।
চার নম্বরে নেমে ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ৭টি চার। ৩৩ বলে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও রেটি। নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটনও ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে দ্রুততম সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন।
ক্লাইভ মাদান্দে অপরাজিত থাকেন ১৭ বলে ৫৩ রানে। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। যার সৌজন্যে জিম্বাবুয়ে স্কোর গড়ে ৩৪৪ রানের। ইনিংসে ছিল ২৭টি ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ ছক্কা।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৪ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৬ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৭ ঘণ্টা আগে