ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ায় খেলতে গেলেই যেন বিরাট কোহলির ব্যাট কথা বলে।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তা যেন আবারও প্রমাণ করছেন কোহলি।ব্যাটিংয়ে ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। এবার কোহলি তাঁর ‘প্রিয়’ ভেন্যুর নাম উল্লেখ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে আজ ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন কোহলি। ৮ চার এবং এক ছক্কায় সাজানো এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ব্যাটিংয়ে আরও একটি দারুণ দিন। যখন আমি ব্যাটিংয়ে গিয়েছিলাম, তখন খুব চাপ ছিল এবং বলটা ভালো মতো দেখছিলাম। আমি এখন খুব খুশি। আমি কোনোকিছুরই তুলনা করতে চাই না। অ্যাডিলেডে এলে মনে হয়, আমি এখানে ব্যাটিং করতে এসেছি এবং আমি আমার খেলা উপভোগ করি।’
অ্যাডিলেডে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে ১০ ম্যাচ খেলেছেন কোহলি। ১৪ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে ৭৫.৫৮ গড়ে করেছেন ৯০৭ রান। করেছেন পাঁচ সেঞ্চুরি এবং তিন ফিফটি। ২০১৫ বিশ্বকাপে এই অ্যাডিলেডেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন কোহলি।
আজকের ম্যাচে কোহলি একটা রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি। মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার এখন ভারতীয় এই তারকা ব্যাটার। ২৫ ম্যাচে ৮৮.৭৫ গড় ও ১৩২.৪৬ স্ট্রাইক রেটে করেছেন ১০৬৫ রান। ১৩ ফিফটি করেছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই টুর্নামেন্টে। ৩১ ম্যাচ খেলে ৩৯.০৭ গড় ও ১৩৪.৭৪ স্ট্রাইক রেটে জয়বর্ধনে করেছিলেন ১০১৬ রান। শ্রীলঙ্কার এই ব্যাটার এক সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ৬ ফিফটি।
অস্ট্রেলিয়ায় খেলতে গেলেই যেন বিরাট কোহলির ব্যাট কথা বলে।এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তা যেন আবারও প্রমাণ করছেন কোহলি।ব্যাটিংয়ে ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। এবার কোহলি তাঁর ‘প্রিয়’ ভেন্যুর নাম উল্লেখ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে অ্যাডিলেডে আজ ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন কোহলি। ৮ চার এবং এক ছক্কায় সাজানো এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘ব্যাটিংয়ে আরও একটি দারুণ দিন। যখন আমি ব্যাটিংয়ে গিয়েছিলাম, তখন খুব চাপ ছিল এবং বলটা ভালো মতো দেখছিলাম। আমি এখন খুব খুশি। আমি কোনোকিছুরই তুলনা করতে চাই না। অ্যাডিলেডে এলে মনে হয়, আমি এখানে ব্যাটিং করতে এসেছি এবং আমি আমার খেলা উপভোগ করি।’
অ্যাডিলেডে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলে ১০ ম্যাচ খেলেছেন কোহলি। ১৪ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে ৭৫.৫৮ গড়ে করেছেন ৯০৭ রান। করেছেন পাঁচ সেঞ্চুরি এবং তিন ফিফটি। ২০১৫ বিশ্বকাপে এই অ্যাডিলেডেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন কোহলি।
আজকের ম্যাচে কোহলি একটা রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি। মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার এখন ভারতীয় এই তারকা ব্যাটার। ২৫ ম্যাচে ৮৮.৭৫ গড় ও ১৩২.৪৬ স্ট্রাইক রেটে করেছেন ১০৬৫ রান। ১৩ ফিফটি করেছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই টুর্নামেন্টে। ৩১ ম্যাচ খেলে ৩৯.০৭ গড় ও ১৩৪.৭৪ স্ট্রাইক রেটে জয়বর্ধনে করেছিলেন ১০১৬ রান। শ্রীলঙ্কার এই ব্যাটার এক সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ৬ ফিফটি।
ধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
২৫ মিনিট আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
২৮ মিনিট আগেআলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
১ ঘণ্টা আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৩ ঘণ্টা আগে