বৃষ্টি নয়, আফগানদের বাজে ব্যাটিংকেই দুষছেন রশিদ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজকে ‘রেইনি সিরিজ’ বললেও ভুল বলা হবে না। দুটি ম্যাচেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। টি-টোয়েন্টি সিরিজও হেরেছে আফগানিস্তান। তবে আফগান অধিনায়ক রশিদ খান বৃষ্টি নিয়ে কোনো অজুহাত দিতে চান না।

প্রথম ম্যাচের মতো গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন সাকিব আল হাসান। এই ম্যাচেও নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে আফগানিস্তান। আফগানদের স্কোরবোর্ডে ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান করার পর শুরু হয় বৃষ্টি। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৭ ওভারে। নির্ধারিত ১৭ ওভারে আফগানরা করতে পারে ১১৬ রান। আর স্বাগতিকেরা রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতে চায়। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।

ম্যাচ হারায় আফগানদের বাজে ব্যাটিংকেই দায়ী করেছেন রশিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক বলেন, ‘আবহাওয়া কোনো দলের জন্য অজুহাত হতে পারে না। টি-টোয়েন্টি খেলা স্কিলের ওপর নির্ভর করে এবং বিশেষ করে ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। বড় স্কোর করতে যদি সময় নিতাম, তাহলে পারতাম।’

বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১১৯ রান। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা করে ৫০ রান। এরপর রান তোলার গতি ধীর হয়ে যায়। দশম ও এগারতম ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সাকিবের দল। সাময়িক চাপে পড়া বাংলাদেশের জয়টা এসেছে শেষ ওভারে। বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট রশিদ বলেন, ‘বোলিংয়ে এমন পারফরম্যান্সই আমি চেয়েছি। দারুণ চেষ্টা করেছে। কয়েকটা উইকেট পেয়েছি তবে কম স্কোর হওয়ায় তা আর কাজে দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত