ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবর আজম। আর বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক এর বিপরীত ছবি। নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি। এই খারাপ সময় কাটিয়ে উঠে ফর্মে ফিরতে এবার কোহলিকে মনোবল জোগালেন বাবর আজম।
এমনিতেই রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। তবে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কমতি নেই, সেটিই বোঝা গেল কোহলিকে উদ্দেশ্য করে বাবরের টুইটে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থেকো।’
লম্বা সময় ধরে রানের খরায় ভুগছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একটিতে করেছেন ১১, অন্যটিতে ১। এমন পারফরম্যান্সের পর অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিকে দল থেকে বাদ বলে ধরে নেওয়া যেত। তবে খেলোয়াড়টির নাম কোহলি বলেই যত বিতণ্ডা।
এদিকে খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার তাগিদ দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘তার সংখ্যার দিকে তাকান, সে যা অর্জন করেছে, তা সামর্থ্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না। তার কঠিন সময় যাচ্ছে, সেটা সে জানে। সে একজন অসাধারণ খেলোয়াড়। নিজের মান অনুযায়ী সে যে ভালো করছে না, এটা তার জানা আছে। তাকে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে, যেভাবে সে ১২-১৩ বছর ছিল। একমাত্র বিরাটই (কোহলি) সেটা করতে পারে।’
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবর আজম। আর বিরাট কোহলির ক্ষেত্রে ঠিক এর বিপরীত ছবি। নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি। এই খারাপ সময় কাটিয়ে উঠে ফর্মে ফিরতে এবার কোহলিকে মনোবল জোগালেন বাবর আজম।
এমনিতেই রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা স্থিতিশীল নয়। ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। তবে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের যে কমতি নেই, সেটিই বোঝা গেল কোহলিকে উদ্দেশ্য করে বাবরের টুইটে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থেকো।’
লম্বা সময় ধরে রানের খরায় ভুগছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একটিতে করেছেন ১১, অন্যটিতে ১। এমন পারফরম্যান্সের পর অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিকে দল থেকে বাদ বলে ধরে নেওয়া যেত। তবে খেলোয়াড়টির নাম কোহলি বলেই যত বিতণ্ডা।
এদিকে খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়িয়ে তাঁকে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার তাগিদ দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘তার সংখ্যার দিকে তাকান, সে যা অর্জন করেছে, তা সামর্থ্য ও যোগ্যতা ছাড়া সম্ভব হতো না। তার কঠিন সময় যাচ্ছে, সেটা সে জানে। সে একজন অসাধারণ খেলোয়াড়। নিজের মান অনুযায়ী সে যে ভালো করছে না, এটা তার জানা আছে। তাকে সফল হওয়ার পথ খুঁজে নিতে হবে, যেভাবে সে ১২-১৩ বছর ছিল। একমাত্র বিরাটই (কোহলি) সেটা করতে পারে।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৫ ঘণ্টা আগে