ক্রীড়া ডেস্ক
কোথায়, কখন কী ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা বেশির ভাগ ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। স্যাম কনস্টাসও কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন তাঁকে বিরাট কোহলি এভাবে ধাক্কা দেবেন? অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার কোহলিকে সবার ওপরে স্থান দিয়েছিলেন।
কনস্টাসকে কোহলির ধাক্কাকাণ্ড গতকাল সকাল থেকেই ‘হট টপিক’। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের পাশপাশি ক্রিকেট বিশেষজ্ঞ-সবাই কথা বলছেন এই ঘটনা নিয়ে। আলোচনা যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস ছেড়েছে। রিলসের ক্যাপশন, ‘২০২৪ সালের জানুয়ারিকে স্টিভ স্মিথকে ছাড়িয়ে স্যাম কনস্টাস ভারতীয় এই ক্রিকেটারকে বেছে নিয়েছেন।’ র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কনস্টাসকে নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে। প্রথমে ছিল রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের নাম। ওয়ার্নারকে বেছে নেন কনস্টাস। এরপর ওয়ার্নার ও কেইন উইলিয়ামসনের মধ্যে একজনকে বাছতে বললে কনস্টাস বলেন ওয়ার্নারের নাম।
পরবর্তীতে ওয়ার্নার, ক্রিস গেইলের নাম বলা হলে ওয়ার্নারের নামই বলেছেন কনস্টাস। তবে এরপর যখন শুবমান গিলের নাম আসে, তখন কনস্টাস বেছে নেন গিলকে। এরপর গিল ও বাবর আজমের মধ্যে কাউকে বেছে নিতে বললে এখানে বাবরের নামই বলা হয়েছে। বাবরের সঙ্গে জস বাটলারের নাম চলে এলেও বাবরের নাম বলেছেন কনস্টাস। তবে জো রুটের নাম এলে রুটকেই কনস্টাস।এরপর জো রুটের সঙ্গে এউইন মরগান, শিখর ধাওয়ানের নাম জিজ্ঞেস করা হলে কনস্টাস বলেছেন রুটের নাম। স্মিথের নাম আসতে আবার স্মিথকে বেছে নেন কনস্টাস। পরবর্তীতে যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ-এই তিন ক্রিকেটারের নাম বলা হলেও স্মিথের নামটা কনস্টাস বারবার বলতে থাকেন। শেষে যখন কোহলির নাম এসেছে, তখন কোহলিকেই বেছে নেন কনস্টাস।
কনস্টাসকে ধাক্কা মেরে কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ নামে স্থানীয় এক সংবাদপত্রের আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে ‘ভাঁড় কোহলি।’
কোথায়, কখন কী ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা বেশির ভাগ ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। স্যাম কনস্টাসও কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন তাঁকে বিরাট কোহলি এভাবে ধাক্কা দেবেন? অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার কোহলিকে সবার ওপরে স্থান দিয়েছিলেন।
কনস্টাসকে কোহলির ধাক্কাকাণ্ড গতকাল সকাল থেকেই ‘হট টপিক’। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের পাশপাশি ক্রিকেট বিশেষজ্ঞ-সবাই কথা বলছেন এই ঘটনা নিয়ে। আলোচনা যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস ছেড়েছে। রিলসের ক্যাপশন, ‘২০২৪ সালের জানুয়ারিকে স্টিভ স্মিথকে ছাড়িয়ে স্যাম কনস্টাস ভারতীয় এই ক্রিকেটারকে বেছে নিয়েছেন।’ র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কনস্টাসকে নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে। প্রথমে ছিল রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের নাম। ওয়ার্নারকে বেছে নেন কনস্টাস। এরপর ওয়ার্নার ও কেইন উইলিয়ামসনের মধ্যে একজনকে বাছতে বললে কনস্টাস বলেন ওয়ার্নারের নাম।
পরবর্তীতে ওয়ার্নার, ক্রিস গেইলের নাম বলা হলে ওয়ার্নারের নামই বলেছেন কনস্টাস। তবে এরপর যখন শুবমান গিলের নাম আসে, তখন কনস্টাস বেছে নেন গিলকে। এরপর গিল ও বাবর আজমের মধ্যে কাউকে বেছে নিতে বললে এখানে বাবরের নামই বলা হয়েছে। বাবরের সঙ্গে জস বাটলারের নাম চলে এলেও বাবরের নাম বলেছেন কনস্টাস। তবে জো রুটের নাম এলে রুটকেই কনস্টাস।এরপর জো রুটের সঙ্গে এউইন মরগান, শিখর ধাওয়ানের নাম জিজ্ঞেস করা হলে কনস্টাস বলেছেন রুটের নাম। স্মিথের নাম আসতে আবার স্মিথকে বেছে নেন কনস্টাস। পরবর্তীতে যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ-এই তিন ক্রিকেটারের নাম বলা হলেও স্মিথের নামটা কনস্টাস বারবার বলতে থাকেন। শেষে যখন কোহলির নাম এসেছে, তখন কোহলিকেই বেছে নেন কনস্টাস।
কনস্টাসকে ধাক্কা মেরে কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ নামে স্থানীয় এক সংবাদপত্রের আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে ‘ভাঁড় কোহলি।’
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্র
৬ ঘণ্টা আগেবুলাওয়েতে রেকর্ড গড়া সংগ্রহের পর বল হাতেও দ্বিতীয় দিনটা জিম্বাবুয়ের। রানপাহাড়ে চাপা পড়ে দিন শেষে ২ উইকেট আফগানিস্তান তুলেছে ৯৫ রান। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ৪৯১ রান। রহমত শাহ ৪৯ ও হাসমতউল্লাহ শাহিদি ১৬ রানে কাল আবারও ব্যাটিং শুরু করবেন। এর আগে দুই ওপেনার সেদিকউল্লাহ আতাল ও আবদুল মালিক ফিরেছেন দ্
৬ ঘণ্টা আগেএকদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়
৬ ঘণ্টা আগেবুলাওয়েতে রেকর্ড গড়েই রান উৎসব থেমেছে জিম্বাবুয়ের। তিন সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৫৮৬ রান তুলেছে স্বাগতিকেরা। গতকাল সেঞ্চুরি করে শন উইলিয়াস আজ থামলেন দেড় শ পেরিয়ে। তাঁর সঙ্গে অপরাজিত থাকা ক্রেইগ এরভিনও তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডের মতো ব্যাট চালিয়ে ব্রায়ান
৮ ঘণ্টা আগে