ক্রীড়া ডেস্ক
লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
৩৬ মিনিট আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
১ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে১২ বছর তো কম নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে। নেইমারের সঙ্গে সান্তোসের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করেন...
৩ ঘণ্টা আগে