ক্রীড়া ডেস্ক
লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে তিন শর বেশি স্কোর গড়ার। ম্যাচের আগের দিন কোচের দাবি ছিল...
১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
১১ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
১২ ঘণ্টা আগে