Ajker Patrika

সাউদি-সোধিতে অস্বস্তিতে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২০: ২২
সাউদি-সোধিতে অস্বস্তিতে পাকিস্তান

লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই। 

স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।

৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত