ক্রীড়া ডেস্ক
বাছাইপর্ব পেরিয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছে হংকং। মহাদেশীয় এই লড়াইয়ে ‘এ’ গ্রুপে জায়গা করে নিল দেশটি, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছ দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তানকে।
বুধবার এশিয়া কাপ নিশ্চিত করার পথে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে হংকং। সেই সঙ্গে বাছাইপর্বে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের টিকিট কাটল তারা। বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের দেওয়া ১৪৮ লক্ষ্য তাড়া করে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় হংকং। ২ উইকেটে ১৪৯ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ইয়াসিম মুর্তজা। ৩১ বছর বয়সী এই ওপেনারের ৪৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছয়ে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাত ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৯ রান আসে বাছাইপর্বের আগে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া চুনডাঙ্গাপোয়িল রিজওয়ানের ব্যাট থেকে। আমিরাতকে বেশি দূর এগোতে দেননি হংকংয়ের ৩৭ বছর বয়সী স্পিনার এহসান খান। ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
২৭ আগস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। তবে ঘরের মাটিতে দর্শক হয়ে থাকতে হবে আমিরাতকে। মরুর বুকে ছয় দলের এই মহাদেশীয় আসরে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী হলো হংকং। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
বাছাইপর্ব পেরিয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছে হংকং। মহাদেশীয় এই লড়াইয়ে ‘এ’ গ্রুপে জায়গা করে নিল দেশটি, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছ দুই এশিয়ান জায়ান্ট ভারত ও পাকিস্তানকে।
বুধবার এশিয়া কাপ নিশ্চিত করার পথে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে হংকং। সেই সঙ্গে বাছাইপর্বে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের টিকিট কাটল তারা। বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের দেওয়া ১৪৮ লক্ষ্য তাড়া করে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় হংকং। ২ উইকেটে ১৪৯ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ইয়াসিম মুর্তজা। ৩১ বছর বয়সী এই ওপেনারের ৪৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছয়ে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাত ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৯ রান আসে বাছাইপর্বের আগে টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া চুনডাঙ্গাপোয়িল রিজওয়ানের ব্যাট থেকে। আমিরাতকে বেশি দূর এগোতে দেননি হংকংয়ের ৩৭ বছর বয়সী স্পিনার এহসান খান। ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
২৭ আগস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। তবে ঘরের মাটিতে দর্শক হয়ে থাকতে হবে আমিরাতকে। মরুর বুকে ছয় দলের এই মহাদেশীয় আসরে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী হলো হংকং। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
রোববারের ফাইনাল মানেই ভারতের ‘বিপদ’। বিশ্বের বেশির ভাগ দেশে রোববার সাপ্তাহিক ছুটি। ভারতেও ঠিক তাই। কিন্তু রোববার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারতীয়দের জন্য দিনটি আর ‘সানডে’ থাকে না, হাসি-আনন্দের ছুটির দিনটি রূপ নেয় বিষাদে। পরিসংখ্যান তা-ই বলে...
২ মিনিট আগেআজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের। দুই দলই দারুণ ক্রিকেট খেলছে সম্প্রতি। আজ ফাইনালে কারা জিততে পারে, সাবেকদের সেই ভবিষ্যদ্বাণী দেখে নিন।
২৯ মিনিট আগেআইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বরাবরই ভারত ফেবারিট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। তারপরও দলটির জন্য এ এক অপ্রিয় সত্য—২০১৩ সালের পর ভারত কোনো বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। এক যুগের এই শিরোপা বন্ধ্যত্ব ঘোচানোর সুযোগ এবার রোহিত-কোহলিদের সামনে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ ভারত...
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার কথা বলা শুরু করেছিলেন বটে। কিন্তু মাইক থেকে কোনো আওয়াজ বের হলো না। কিছুটা বিব্রতকর পরিস্থিতি হলেও স্যান্টনার হাসি আটকে রাখতে পারলেন না। তা বুঝিয়ে দেয় আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে অনেকটা নির্ভার তিনি।
১ ঘণ্টা আগে