Ajker Patrika

কেন বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২১: ৫০
কেন বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

বিপিএলে ম্যাচ না খেলেই দেশে ফিরতে হবে—এমনটা হয়তো কখনো কল্পনাও করেননি মোহাম্মদ হারিস। কিন্তু বাস্তবে পাকিস্তানের ব্যাটারের সঙ্গে এমনটি ঘটেছে। বিপিএলের দশম সংস্করণ খেলতে বাংলাদেশে এসেও আজ রাতে পাকিস্তানে ফিরতে হচ্ছে তাঁকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় দেশে ফিরতে হচ্ছে হারিসকে। অথচ, অনাপত্তিপত্র পাবেন, এমনটা মনে করেই টুর্নামেন্ট শুরুর আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছিলেন তিনি। যদিও প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে রাখেনি চট্টগ্রাম। সর্বশেষ সংস্করণে সিলেট সিক্সার্সের হয়ে খেলা পাকিস্তান ওপেনারকে না নামানোর কারণটা তাই স্পষ্ট। পিসিবির সবুজ সংকেত না পাওয়াই মূল কারণ। 

আজ এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় বিপিএল না খেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়তে হচ্ছে হারিসকে। পিসিবির শর্ত অনুযায়ী, ইতিমধ্যে বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ায় তাঁর বিপিএলে খেলা হচ্ছে না। 

তাই মন খারাপ করে পাকিস্তানে ফিরতে হচ্ছে হারিসকে। মুখে কিছু না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে মুখে জিপার লাগানো ইমোজি দিয়ে হতাশার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। একই কারণে ফখর জামান ও ইফতিখার আহমেদের আসা হচ্ছে না বাংলাদেশে।

ম্যাচ না খেলেই হারিস ফিরলেও বিপিএলে পাকিস্তান ক্রিকেটারদের তারার মেলাই বসবে। ইতিমধ্যে শোয়েব মালিক, ফাহিম আশরাফ, মোহাম্মদ ইমরান ও সালমান ইরশাদরা খেলেছেন নিজ নিজ দলের হয়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় শিগগিরই বিপিএলে যুক্ত হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবরা। অন্যদিকে বিপিএল মাতাতে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতানো কাইল মায়ার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত