ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৬। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি স্থান এখনো অপরিবর্তিত। যেখানে দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। যৌথভাবে পাঁচে আছেন মাহিশ তিকশানা ও রবি বিষ্ণুই। জশ হ্যাজলউড ও তাবরেইজ শামসি যৌথভাবে সাতে অবস্থান করছেন। রশিদ খান আছেন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের রিস টপলি। রশিদ ও টপলির রেটিং পয়েন্ট ৬৪৫ ও ৬৪৩। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩ উইকেট নিয়েছেন সোধি। রাওয়ালপিন্ডিতে ২১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। আগের মতোই দুই ও তিনে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্ট ও রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৮০০। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যানের স্বদেশি টিম সাইফার্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে। সেটা ছিল নিউজিল্যান্ডের ঘরের মাঠে। সেই এক সিরিজের পরই পাকিস্তানের নেতৃত্ব হারিয়েছেন শাহিন। অধিনায়কত্ব হারানোর পর পাকিস্তানের বাঁহাতি পেসার সুখবর পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমের নেতৃত্বে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে তিন ম্যাচ হয়ে গেছে। সিরিজ এখন ১-১ সমতায়। তিন ম্যাচে ৭.৩১ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩.১ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছেন শাহিন। পাকিস্তানের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন। আইসিসি আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন শাহিন। র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাকিস্তানের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাকিস্তানের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৫। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিনের পর আছেন হারিস রউফ। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন রউফ। পাকিস্তানি পেসার বর্তমানে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন চার ধাপ।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে আদিল রশিদ। ইংল্যান্ডের লেগস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৭২৬। বোলারদের র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি স্থান এখনো অপরিবর্তিত। যেখানে দুই ও তিনে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৬৪। যৌথভাবে পাঁচে আছেন মাহিশ তিকশানা ও রবি বিষ্ণুই। জশ হ্যাজলউড ও তাবরেইজ শামসি যৌথভাবে সাতে অবস্থান করছেন। রশিদ খান আছেন ৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের রিস টপলি। রশিদ ও টপলির রেটিং পয়েন্ট ৬৪৫ ও ৬৪৩। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইশ সোধি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ৩ উইকেট নিয়েছেন সোধি। রাওয়ালপিন্ডিতে ২১ এপ্রিল তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সূর্যকুমার যাদব। আগের মতোই দুই ও তিনে ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ান। সল্ট ও রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৮০০। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নায়ক মার্ক চ্যাপম্যান উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যান। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কিউই এই বাঁহাতি ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন চ্যাপম্যানের স্বদেশি টিম সাইফার্ট।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে