দুর্ঘটনায় আহত পন্তকে কেন চড় মারতে চান কপিল

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আগামীকাল শুরু হচ্ছে অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজ। এ সিরিজে খেলার কথা ছিল ঋষভ পন্তেরও। তবে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় ব্যাটারের অকস্মাৎ ছিটকে যাওয়াকে মেনে নিতে পারছেন না কপিল দেব।

এ জন্য পন্তের ওপর ভীষণ চটেছেন কপিল। উইকেটরক্ষক ব্যাটারের না থাকাতে দলের কম্বিনেশন ভেঙে গেছে বলে মনে করছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার শাস্তিস্বরূপ পন্তকে চড় মারতে চেয়েছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কপিল। তবে চড়টা পন্তের মঙ্গলের জন্যই মারতে চেয়েছেন তিনি। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘তাকে খুব ভালোবাসি। সে শিগগির সুস্থ হোক এমনটা চাই। তবে সুস্থ হলেই তাকে চড় মারব। তাকে বলব নিজের খেয়াল রাখতে। এরপর বলব দেখ, তোমার চোট দলের কম্বিনেশন নষ্ট করে দিয়েছে। তার প্রতি ভালোবাসা ও স্নেহের সঙ্গে ক্ষোভও আছে। আজকের সময়ের তরুণেরা কেন যে এমন ভুল করে। এ জন্য হলেও একটা চড় খাওয়া উচিত।’

বর্তমানে চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পন্ত। সবশেষ বাংলাদেশ সফর শেষে বাড়ি ফেরার পথে গত ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতীয় ব্যাটার। গাড়ি চালিয়ে ঘরে ফেরার পথে ঘুমিয়ে পড়লে উত্তরাখন্ডের রুরকি শহরের কাছে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। এতে তাঁর গাড়ি পুড়ে গেলেও অল্পতে রক্ষা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত