ক্রীড়া ডেস্ক
মারা গেলেন গ্রাহাম থর্প। ৫৫ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে থর্পের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইসিবি বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প মারা গেছেন। গ্রাহামের মৃত্যুতে আমরা কতটা ধাক্কা খেয়েছি, তা বোঝানোর মতো ভাষা নেই।’ ২০২২ সালের মে মাসে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার পরপরই অসুস্থ হয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৫—১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন থর্প। ১৮২ ম্যাচে ৪২.৪৩ গড়ে করেছেন ৯১২৪ রান। ১৬ সেঞ্চুরির পাশাপাশি ৬০ ফিফটি করেছেন। সেঞ্চুরি সবই করেছেন টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৪.৬৬ গড়ে করেছেন ৬৭৪৪ রান। ট্রেন্টব্রিজে ১৯৯৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
থর্পের মৃত্যুর সময়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অবদানের কথা উল্লেখ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি বলেছে, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের চেয়েও ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কিছুই ছিল না। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যা অর্জন তিনি করেছেন, সেটা তাঁর সতীর্থ, ইংল্যান্ড এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সমর্থকদের অনেক খুশির মুহূর্ত এনে দিয়েছেন। পরবর্তীতে কোচ হিসেবে ইংল্যান্ড ছেলেদের ক্রিকেট দলের সুপ্ত প্রতিভা বিকশিত করেছেন এবং সব সংস্করণে ইংল্যান্ডকে অনেক জয় এনে দিয়েছেন।’
মারা গেলেন গ্রাহাম থর্প। ৫৫ বছর বয়সে আজ না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে থর্পের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ইসিবি বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প মারা গেছেন। গ্রাহামের মৃত্যুতে আমরা কতটা ধাক্কা খেয়েছি, তা বোঝানোর মতো ভাষা নেই।’ ২০২২ সালের মে মাসে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আফগানিস্তানের প্রধান কোচ হওয়ার পরপরই অসুস্থ হয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৫—১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন থর্প। ১৮২ ম্যাচে ৪২.৪৩ গড়ে করেছেন ৯১২৪ রান। ১৬ সেঞ্চুরির পাশাপাশি ৬০ ফিফটি করেছেন। সেঞ্চুরি সবই করেছেন টেস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৪৪.৬৬ গড়ে করেছেন ৬৭৪৪ রান। ট্রেন্টব্রিজে ১৯৯৩ সালে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
থর্পের মৃত্যুর সময়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অবদানের কথা উল্লেখ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবি বলেছে, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের চেয়েও ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কিছুই ছিল না। ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যা অর্জন তিনি করেছেন, সেটা তাঁর সতীর্থ, ইংল্যান্ড এবং সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সমর্থকদের অনেক খুশির মুহূর্ত এনে দিয়েছেন। পরবর্তীতে কোচ হিসেবে ইংল্যান্ড ছেলেদের ক্রিকেট দলের সুপ্ত প্রতিভা বিকশিত করেছেন এবং সব সংস্করণে ইংল্যান্ডকে অনেক জয় এনে দিয়েছেন।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২৮ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে