৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত, উইকেট পেলেন রানা-মিরাজও 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৬
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০৮

পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত।  ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।

টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।  

ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। 

ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার। 

জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান। 

এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা। 

আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত