ক্রীড়া ডেস্ক
ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই যেন ভিন্নরকম এক আবহ। মেয়েদের ক্রিকেটে অবশ্য তেমন উত্তাপ দেখা যায় না। ২০২৪ নারী এশিয়া কাপে লঙ্কানদের গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের ফেসবুক পেজে ২০২৪ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। ৮ দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে। দুই গ্রুপে থাকছে ৪টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ১৯ জুলাই টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামছে ভারত ও পাকিস্তান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে নামছে না। পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২২ ও ২৪ জুলাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ জুলাই পর্যন্ত। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুলাই। ফাইনাল হবে ২৮ জুলাই। সব ম্যাচ হবে ডাম্বুলায়।
সবশেষ নারী এশিয়া কাপ হয়েছিল ২০২২ সালে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ৭ দল। তবে আয়োজক বাংলাদেশ সেমিফাইনালেই উঠতে পারেনি।
২০২৪ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ:
প্রতিপক্ষ তারিখ
শ্রীলঙ্কা ২০ জুলাই
থাইল্যান্ড ২২ জুলাই
মালয়েশিয়া ২৪ জুলাই
প্রথম সেমিফাইনাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্সআপ
দ্বিতীয় সেমিফাইনাল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্সআপ
দুটি সেমিফাইনালই ২৬ জুলাই
ফাইনাল ২৮ জুলাই
*সব ম্যাচ ডাম্বুলায়। সময় এখনো জানানো হয়নি
ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মানেই যেন ভিন্নরকম এক আবহ। মেয়েদের ক্রিকেটে অবশ্য তেমন উত্তাপ দেখা যায় না। ২০২৪ নারী এশিয়া কাপে লঙ্কানদের গ্রুপেই পড়েছে বাংলাদেশ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের ফেসবুক পেজে ২০২৪ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। ৮ দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি সংস্করণে। দুই গ্রুপে থাকছে ৪টি করে দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ১৯ জুলাই টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামছে ভারত ও পাকিস্তান। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে নামছে না। পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ২২ ও ২৪ জুলাই থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের ম্যাচ হবে ২৪ জুলাই পর্যন্ত। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুলাই। ফাইনাল হবে ২৮ জুলাই। সব ম্যাচ হবে ডাম্বুলায়।
সবশেষ নারী এশিয়া কাপ হয়েছিল ২০২২ সালে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। বাংলাদেশে হওয়া টুর্নামেন্টে অংশ নেয় ৭ দল। তবে আয়োজক বাংলাদেশ সেমিফাইনালেই উঠতে পারেনি।
২০২৪ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ:
প্রতিপক্ষ তারিখ
শ্রীলঙ্কা ২০ জুলাই
থাইল্যান্ড ২২ জুলাই
মালয়েশিয়া ২৪ জুলাই
প্রথম সেমিফাইনাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘বি’ গ্রুপ রানার্সআপ
দ্বিতীয় সেমিফাইনাল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন-‘এ’ গ্রুপ রানার্সআপ
দুটি সেমিফাইনালই ২৬ জুলাই
ফাইনাল ২৮ জুলাই
*সব ম্যাচ ডাম্বুলায়। সময় এখনো জানানো হয়নি
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪৪ মিনিট আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে