Ajker Patrika

তামিমের ‘টোটকা’য় আসল সময়ে জ্বলে উঠলেন হৃদয়

অনলাইন ডেস্ক
৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলার পথে তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলার পথে তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

কিছুতেই যেন কিছু হচ্ছিল না তাওহীদ হৃদয়ের। লিগ পর্বের প্রথম ১২ ম্যাচে ছিল না কোনো ফিফটি। তবে প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি। মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলার পর হৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম ইকবালের প্রতি।

চিটাগং কিংসকে গতকাল মিরপুরে ৯ উইকেটে হারিয়ে ফরচুন বরিশাল কেটেছে ফাইনালের ভিআইপি টিকিট। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তামিমের নেতৃত্বাধীন বরিশাল জেতে ১৬ বল হাতে রেখে। ৫৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮২ রানের ঝকঝকে এক ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই ব্যাটার লেখাটা শুরু করেন, ‘সেদিন “রাইটার্স ব্লক” নামে একটি জিনিসের সঙ্গে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত। ধৈর্য ধরেছি। চেষ্টার কমতি নেই। তবে রান হচ্ছিল না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।’

সচরাচর মিডল অর্ডারে ব্যাটিং অর্ডারে হৃদয়কে বরিশাল ওপেনিংয়েও সুযোগ দিচ্ছিল। ওপেনিংয়েও তো সফল হতে পারছিলেন না তিনি। গতকাল ওপেনিংয়ে নেমে শুরুতে রয়েসয়ে খেলেছেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন। তামিম ও দলের অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় লেখেন,‘রান না পাওয়ার আক্ষেপ আমার থেকেও আমি আমার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশি দেখেছি। তবে তার থেকে বেশি অনুপ্রেরণা দেখেছি আমার আশপাশের মানুষগুলোর চোখে। তামিম ইকবাল ভাই কাউকে বোঝাতে পারব না আপনি অভিভাবক হিসেবে কতটুকু যথার্থ। এত প্রত্যাশা থাকার পরেও, পুরো টিমের সবাই প্রতিনিয়ত আমাকে বুঝিয়েছেন সবই স্বাভাবিক, হৃদয় রানে ফিরবেই! কৃতজ্ঞতা আমার কোচিং স্টাফ, সকল খেলোয়াড়দের প্রতি। ফিজিও বায়েজিদ ভাই, শাহীন ভাই আপনারা দুজন বিশেষকিছু আমার জন্য।’

২০২৩ থেকে ২০২৫—টানা তিন বিপিএলে তিনটি ভিন্ন দলের হয়ে খেলেছেন হৃদয়। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ৪০৩ ও ৪৬২ রান করেছিলেন। তবে ফরচুন বরিশালে শুরুতে সেভাবে জ্বলে উঠতে না পারায় তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত এক ইনিংসের পর হৃদয় লেখেন, ‘ক্রিকেটকে যারা ভালোবাসে, তারা আমাদেরও ভালোবাসে জানি। ভালো খেললে তালি দেয়, আমরা খারাপ করলে তাদের ভেতরেও হতাশা কাজ করে। সত্যি বলতে ভক্তদের এই পজিটিভ-নেগেটিভ ফিডব্যাক দুটোই হোক আমাদের শক্তি। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত