নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে চাপে রয়েছে লঙ্কানরা।
ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে আসেন শরীফুল ইসলাম। সেই ওভার থেকে লঙ্কানরা নিতে পারে মাত্র ১ রান। ঠিক তার পরের ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদ তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কার উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। ৮ বলে করেন ১ রান।
নিশাঙ্কার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ১ উইকেটে ১ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কুশল মেন্ডিস। তাসকিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে সিঙ্গেল নেন মেন্ডিস। এরপর তৃতীয় ওভারে শরীফুলকে দুটি চার মারেন মেন্ডিস। দ্বিতীয় বলে মেন্ডিস চার মেরেছেন পয়েন্ট দিয়ে। চতুর্থ বলে বাউন্ডারি মেরেছেন ফাইন লেগ দিয়ে ফ্লিক করে। মেন্ডিসকে দেখাদেখি হাত খুলে খেলতে যান আরেক ওপেনার আভিস্কা। চতুর্থ ওভারের চতুর্থ বলে তাসকিনকে এক্সট্রা কাভার দিয়ে দারুণ এক ড্রাইভে চার মারেন আভিস্কা। পরের বলেই আভিস্কাকে ফিরিয়েছেন তাসকিন। পঞ্চম বলে ড্রাইভ করতে যান আভিস্কা। আউটসাইড এজ হওয়া বল তালুবন্দী করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৬ বলে ১ চারে ৪ রান করেন আভিস্কা।
দুই ওপেনারের বিদায়ে লঙ্কানদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ১৫ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সাবধানে এগোচ্ছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ২৯ বলে ৩ চারে ১৭ রান করে অপরাজিত মেন্ডিস। সাদিরা ১০ বলে ১১ রানে ব্যাটিং করছেন।
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। স্বাগতিকদের আক্রমণাত্মক বোলিংয়ে চাপে রয়েছে লঙ্কানরা।
ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে আসেন শরীফুল ইসলাম। সেই ওভার থেকে লঙ্কানরা নিতে পারে মাত্র ১ রান। ঠিক তার পরের ওভারে বোলিংয়ে এসেই তাসকিন আহমেদ তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কার উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাসকিন। ৮ বলে করেন ১ রান।
নিশাঙ্কার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ১ উইকেটে ১ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কুশল মেন্ডিস। তাসকিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে সিঙ্গেল নেন মেন্ডিস। এরপর তৃতীয় ওভারে শরীফুলকে দুটি চার মারেন মেন্ডিস। দ্বিতীয় বলে মেন্ডিস চার মেরেছেন পয়েন্ট দিয়ে। চতুর্থ বলে বাউন্ডারি মেরেছেন ফাইন লেগ দিয়ে ফ্লিক করে। মেন্ডিসকে দেখাদেখি হাত খুলে খেলতে যান আরেক ওপেনার আভিস্কা। চতুর্থ ওভারের চতুর্থ বলে তাসকিনকে এক্সট্রা কাভার দিয়ে দারুণ এক ড্রাইভে চার মারেন আভিস্কা। পরের বলেই আভিস্কাকে ফিরিয়েছেন তাসকিন। পঞ্চম বলে ড্রাইভ করতে যান আভিস্কা। আউটসাইড এজ হওয়া বল তালুবন্দী করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৬ বলে ১ চারে ৪ রান করেন আভিস্কা।
দুই ওপেনারের বিদায়ে লঙ্কানদের স্কোর হয়ে যায় ৩.৫ ওভারে ২ উইকেটে ১৫ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাদিরা সামারাবিক্রমা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ সাবধানে এগোচ্ছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেটে ৩৫ রান। ২৯ বলে ৩ চারে ১৭ রান করে অপরাজিত মেন্ডিস। সাদিরা ১০ বলে ১১ রানে ব্যাটিং করছেন।
হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২৫ মিনিট আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
১ ঘণ্টা আগেশারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর...
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
৩ ঘণ্টা আগে