Ajker Patrika

অধিনায়ক নিজের ব্যাটিং নিয়ে তো বললেন না, শান্তকে হার্শা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৫
অধিনায়ক নিজের ব্যাটিং নিয়ে তো বললেন না, শান্তকে হার্শা

আবারও সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক, ব্যাটার—দুই পরিচয়েই শান্ত যে একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে  ব্যাটার শান্ত দারুণ খেলেছেন। ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও মজা করলেন বাংলাদেশ অধিনায়কের সঙ্গে।  

অধিনায়ক হিসেবে শান্ত প্রথম টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেই অধিনায়ক হিসেবে পেয়ে যান প্রথম টেস্ট সেঞ্চুরি। ঘরের মাঠে সেই সেঞ্চুরির পর টানা ১০ ইনিংসে ফিফটিরই দেখা পাননি। ভারতের বিপক্ষে এবার চেন্নাইয়ে বাংলাদেশ যখন ৫১৫ রানের লক্ষ্যে এগোচ্ছিল, তখন শান্ত ১২৭ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছক্কা। শেষ পর্যন্ত বাংলাদেশের ২৮০ রানের পরাজয়ে তা বিফলে গেছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার একপর্যায়ে শান্তকে মজাচ্ছলে হার্শা জিজ্ঞেস করেন, ‘অধিনায়ক নিজের ব্যাটিং নিয়ে তো বললেন না?’
  
ভারতের বিপক্ষে ৮২ রানের ইনিংসটা শান্তর টেস্টে চতুর্থ ফিফটি। অধিনায়ক হিসেবে সেটা প্রথম। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা শান্ত উত্তর (হার্শার প্রশ্নের উত্তর) দিয়েছেন একটু কৌশলেই, ‘ব্যাটার হিসেবে আমি সব সময় নিজের ব্যাটিং উপভোগ করি। যতক্ষণ সম্ভব ব্যাটিংয়ের চেষ্টা করেছি এবং নিজেদের শক্তি অনুযায়ী খেলেছি।’

১৫৮ রানে ৪ উইকেট হারিয়ে আজ চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে শান্তর জুটি ভালোমতো এগোতে থাকে। সেই জুটি ভাঙার পরই খেই হারানো বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৪ রানে। শেষ ৪০ রানে হারিয়েছে ৬ উইকেট। এই টেস্টের প্রথম ইনিংসেই সফরকারীরা গুটিয়ে গিয়েছিল ১৪৯ রানে।

চেন্নাইয়ে ব্যাটাররা যেখানে মলিন, বোলাররা যেন সেখানে জান-প্রাণ দিয়ে খেলেছেন। হাসান মাহমুদ প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ দুই ইনিংস মিলে পেয়েছেন ৪ উইকেট।  বোলারদের প্রশংসায় যেমন ভাসিয়েছেন, তেমনি ব্যাটাররাও রানে ফিরবেন বলে আশা শান্তর, ‘কানপুর খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা দারুণ করেছে। ব্যাটাররাও ভালো খেলবে আশা করি।’

কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট।  ক্রিকেটের রাজকীয় সংস্করণের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। ৬,৯ ও ১২ অক্টোবর গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে হবে তিনটি টি-টোয়েন্টি। ভারতের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় এই টি-টোয়েন্টি সংস্করণেই। ২০১৯ সালে দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত